ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০৮ নভেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ০৮ নভেম্বর ২০২২

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

খেরসন পুনর্দখলে মরিয়া ইউক্রেন, যুদ্ধ হবে ‘রক্তক্ষয়ী’

রাশিয়ার অধিকৃত খেরসন পুনর্দখলে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। তবে শহরটির নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রতিরক্ষা জোরদার করছে রুশ সৈন্যরাও। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় এই শহরটির নিয়ন্ত্রণ দুই পক্ষের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। তাই সামরিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আগামী দিনগুলোতে খেরসনের যুদ্ধ হবে প্রচণ্ড রক্তক্ষয়ী।

১৫ নভেম্বর ‘বড় ঘোষণা’ দেবেন ট্রাম্প

আগামী ১৫ নভেম্বর ‘বড় ঘোষণা’ দেবেন বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই ঘোষণার বিষয়বস্তু কী হবে সে বিষয়ে কিছু বলেননি তিনি। গত সোমবার (৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ওহাইওতে এক রাজনৈতিক সমাবেশে এসব কথা জানান এই রিপাবলিকান নেতা। খবর রয়টার্সের।

বিশ্বজুড়ে ঘুরে দাঁড়াচ্ছে বিমানখাত, বেড়েছে যাত্রী

করোনা মহামারিতে বিশ্বজুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বিমানখাত। সে সময় যাত্রীর অভাবে অনেক কোম্পানিকেই কার্যক্রম বন্ধ রাখতে হয়। তবে পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করছে এ গুরুত্বপূর্ণ খাতটি। চলতি বছরের সেপ্টেম্বরে প্লেনে যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ট্রেড অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২১ সালের চেয়ে যাত্রী ট্রাফিক বেড়েছে ৫৭ শতাংশ। মঙ্গলবার (৮ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। মূলত বৈশ্বিক অর্থনৈতিক মন্দার উদ্বেগ ও চীনে করোনাভাইরাসের প্রকোপ আবার বাড়ায় তেলের বাজারে পতন দেখা যাচ্ছে। মঙ্গলবার (৯ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার বিকেলের দিকে দেখা গেছে, ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৮৪ সেন্ট বা শূন্য ৯ শতাংশ কমে ৯৭ দশমিক শূন্য ৮ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ৯৬ সেন্ট অথবা এক শতাংশ কমে ৯০ দশমিক ৮৩ ডলারে দাঁড়িয়েছে।

যাবজ্জীবন সাজার বিরুদ্ধে আপিল করলেন ক্রাইস্টচার্চের সেই হামলাকারী

২০১৯ সালের ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মজসিদে বন্দুক হামলা চালিয়ে ৫১ জন মুসল্লিকে হত্যা করেন অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন ট্যারেন্ট। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০২০ সালের ২৭ আগস্ট তাকে প্যারোল ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড দেন নিউজিল্যান্ডের একটি আদালত। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন ব্রেন্টন ট্যারেন্ট।

পালিয়ে যাওয়া কিং কোবরা নিজেই ফিরলো ঘরে

সুইডেনের একটি চিড়িয়াখানা থেকে পালিয়ে যায় সাত ফুট দৈর্ঘ্যের এক কিং কোবরা। কিন্তু পালিয়ে যাওয়ার পর নিজেই ফিরেছে স্বস্থানে। সাপটি নিজের স্থানে ফেরায় কর্তৃপক্ষের মধ্যেও স্বস্তি ফিরেছে।

স্ক্যানসেন অ্যাকোয়ারিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা জোনাস ওয়াহলস্ট্রম সুইডিশ সংবাদমাধ্যমকে বলেছেন, আমরা কোবরাটির নাম দিয়েছিলাম হাউডিনি। তবে এটি বেশ কয়েকদিন ধরে অদৃশ্য থাকার পর আবার টেরারিয়ামে (সাপ যেখানে রাখা হয়) ফিরে এসেছে।

রাশিয়ায় অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার উত্তর কোরিয়ার

রাশিয়ার কাছে গোপনে অস্ত্র বিক্রির অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কিরবি পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৮ নভেম্বর) কেন্দ্রীয় বার্তা সংস্থায় (কেসিএনএ) একটি বিবৃতি প্রকাশ করে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশের পরিবেশ তৈরির আহ্বান যুক্তরাষ্ট্রের

বাংলাদেশের নির্বাচন সামনে রেখে শান্তিপূর্ণ সমাবেশের উপযুক্ত পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (৭ নভেম্বর) নিয়মিত বিফ্রিং চলাকালে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এ আহ্বান জানান। ব্রিফিং চলাকালে নেড প্রাইসকে বাংলাদেশের সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবিতে আন্দোলন-বিক্ষোভ নিয়ে প্রশ্ন করা হয়। বলা হয়, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সতর্ক করেছেন, সরকারবিরোধী আন্দোলনের নামে বিএনপি বাড়াবাড়ি করলে দলের নেত্রী খালেদা জিয়াকে জেলে পাঠানো হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র শিগগির খালেদা জিয়ার মুক্তির দাবি জানাবে কি না? এসব প্রশ্ন করা হয় তাকে।

পুলিশের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান ইমরান খানের

আগাম নির্বাচনের দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লং মার্চে হামলার ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন দিয়েছে পাঞ্জাব পুলিশ। তবে তা প্রত্যাখ্যান করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান। জানা যায়, বৃহস্পতিবার (৩ নভেম্বর) এ ঘটনা ঘটার পরপরই দেশটির প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করে পিটিআই। কিন্তু এ আবেদন গ্রহণ না করায় মামলা নিয়ে অচলাবস্থা দেখা দেয়।

এমএসএম/এএসএম