ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইমরান খানের ওপর হামলা: ঘটনাস্থল থেকে ১১ গুলি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৫১ এএম, ০৪ নভেম্বর ২০২২

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গাড়িবহরে হামলার ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। দেশটির পুলিশ ও আইনী সংস্থাগুলো প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে। ঘটনাস্থল থেকে ১১টি গুলি উদ্ধার হয়েছে বলে জানা গেছে।

দেশটির পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৯টি পিস্তলের গুলি এবং দুটি বড় আগ্নেয়াস্ত্রের গুলিসহ ঘটনাস্থল থেকে ১১টি গুলি উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থলে নিহত যুবক মুয়াজ্জেম কায়সার সন্দেহভাজন হামলাকারীকে ধরার চেষ্টা করেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে। এতে আরও বলা হয়, ওই ব্যক্তির মাথায় গুলি লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশের প্রতিবেদন আরও বলছে, এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। চারজন বন্দুকের গুলিতে আহত হয়েছেন এবং বাকিদের শরীরে আঘাতের ধরন ভিন্ন।

দেশটির পুলিশের প্রতিবেদনে আরও বলা হয়েছে, পিটিআই নেতা ফয়সাল জাভেদ বন্দুকের গুলিতে আহতদের মধ্যে নেই। তার মুখে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে।

ইসলামাবাদ অভিমুখে পিটিআই’র লংমার্চের সপ্তম দিনে গুজরানওয়ালার আল্লাহওয়ালা চকে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতেই হতাহতের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান লাহোরের শওকত খানম হাসপাতালে চিকিৎসাধীন।

গত এপ্রিল মাসে আইনসভায় অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়ে সারাদেশে বিক্ষোভ করেন তার দলের নেতাকর্মী ও সমর্থকরা। এবার পিটিআই নেতা দ্বিতীয় লং মার্চ কর্মসূচি পালনের ঘোষণা দেন এবং শুরু করেন। কিন্তু সরকার বলছে যে আগামী বছরের অক্টোবর বা নভেম্বরে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্র: জিও নিউজ

এসএনআর/এমএস