ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

৭৫ বছর পর জানা গেলো, প্রদর্শনীতে উল্টো ঝুলছিল ছবিটি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:৫৬ পিএম, ২৯ অক্টোবর ২০২২

দীর্ঘ ৭৫ বছর ধরে বিভিন্ন প্রদর্শনীতে উল্টোভাবে দেখানো হচ্ছিল বিখ্যাত ডাচ শিল্পী পিয়েট মন্ড্রিয়ানের একটি বিমূর্ত (অ্যাবস্ট্রাক্ট) শিল্পকর্ম। কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারেননি, এতদিন উল্টো ঝোলানো ছিল সেটি। সম্প্রতি এই রহস্য ভেদে করেছেন এক জার্মান কিউরেটর। তবে এত বছর পরে ঠিকভাবে ঝোলাতে গেলে ছবিটি ভেঙে যেতে পারে বলে সতর্ক করেছেন তিনি। খবর বিবিসির।

জানা গেছে, মন্ড্রিয়ানের সেই শিল্পকর্মটির নাম ‘নিউইয়র্ক সিটি আই’। ১৯৪১ সালে ছবিটি এঁকেছিলেন তিনি। এটি প্রথমবারের মতো প্রদর্শনীতে তোলা হয় নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্টে ১৯৪৫ সালে। ১৯৮০ সাল থেকে জার্মানির ডুসেলডর্ফ শহরের নর্থ রাইন-ওয়েস্টফালিয়া জাদুঘরে রয়েছে ‘নিউইয়র্ক সিটি আই’।

চলতি বছরের শুরুর দিকে মন্ড্রিয়ানের শিল্পকর্ম নিয়ে গবেষণার সময় জাদুঘরের কিউরেটর সুজান মেয়ার-বুসার লক্ষ্য করেন, ছবিটি উল্টো ঝোলানো মনে হচ্ছে।

নিউইয়র্ক সিটি আই মূলত একটি অ্যাডহেসিভ-টেপ পেইন্টিং। লাল, হলুদ ও নীল রঙের আঠালো টেপের সারি সাজিয়ে তৈরি হয়েছে বিমূর্ত শিল্পকর্মটি।

jagonews24

ছবি উল্টো ঝোলানো শনাক্ত করার বিষয়ে সুজান বলেন, গ্রিডের ঘনত্ব ওপরের দিকে হওয়া উচিত, একটা অন্ধকার আকাশের মতো। আমি যখন অন্য কিউরেটরদের কাছে বিষয়টি তুলে ধরলাম, তখনই আমরা বুঝতে পারি। খুব সম্ভবত ছবিটি ভুল দিকে টাঙানো।

একই সিরিজের ‘নিউইয়র্ক সিটি’ নামের ছবিও এই দাবির পক্ষে কথা বলছে। প্যারিসের সেন্টার পম্পিদোয় প্রদর্শিত এ ছবিতেও টেপের ধনত্ব ওপরের দিকে বেশি, নিচে কম।

তার ওপর, প্রভাবশালী ডাচম্যানের স্টুডিওর একটি ছবিতে দেখা যায়, ওই একই শিল্পকর্ম উল্টো দিক ওপরে রেখে একটি ফলকের ওপর রাখা। মন্ড্রিয়ান মারা যাওয়ার কিছুদিন পরে ১৯৪৪ সালের জুনে মার্কিন লাইফস্টাইল ম্যাগাজিন টাউন অ্যান্ড কান্ট্রিতে প্রকাশিত হয়েছিল ছবিটি।

১৮৭২ সালে নেদারল্যান্ডের উট্রেচ্ট অঞ্চলে জন্মগ্রহণ করেন মন্ড্রিয়ান। তাকে ২০ শতকের অন্যতম সেরা শিল্পী এবং আধুনিক বিমূর্ত শৈলী, মিনিমালিজম ও অভিব্যক্তিবাদের অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়।

jagonews24মন্ড্রিয়ানের ‘কম্পোজিশন নাম্বার ৩’ নামে ছবিটি বিক্রি হয়েছিল ৫০.৬ মিলিয়ন ডলারে। ছবি সংগৃহীত

শুধু শিল্প জগতেই নয়, নকশা, স্থাপত্য এবং ফ্যাশনের ক্ষেত্রেও তার কাজের বিশাল প্রভাব রয়েছে। ২০১৫ সালে মন্ড্রিয়ানের একটি তৈলচিত্র নিলামে রেকর্ড ৫ কোটি ৬ লাখ ডলারে বিক্রি হয়েছিল। ১৯৪৪ সালের ১ ফেব্রুয়ারি নিউইয়র্কে ৭১ বছর বয়সে মারা যান এ শিল্পী।

কেএএ/