ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জ্বালানি তেলের দাম বাড়লো বিশ্ব বাজারে

প্রকাশিত: ০৩:১২ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

বিশ্ব বাজারে বাড়লো জ্বালানি তেলের দাম। ওপেকভুক্ত দেশগুলো তেলের উৎপাদন কমিয়ে দেয়ার সিদ্ধান্তের পরই তেলের মূল্য প্রায় ১২ শতাংশ বাড়লো। যা গত সপ্তাহেও ছিল নিম্নমুখী।

ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, সংযুক্ত আরব আমিরাতের জ্বালানিমন্ত্রী বলেছেন, ওপেকের সদস্য দেশগুলেো তেলের উৎপাদন কমিয়ে দেয়ার ব্যাপারে একমত। অন্যদিকে ভেনেজেুয়েলার তেলমন্ত্রী বলেছেন, তেল উৎপাদনকারী দেশগুলো এ সংক্রান্ত চুক্তি সমর্থনের পথেই রয়েছেন।

যদিও ব্যবসায়ীরা বলছেন, গত বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম যেভাবে পড়ে গিয়েছিল তারপর তেলের বাজার সামান্য ঘুরে যাবার ফলে অনেক বিনিয়োগকারীদের হয়তো দর কষাকষির ক্ষমতা বাড়বে।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম গত ১২ বছরে সর্বনিম্ন অবস্থায় নেমে যায়। যা পরে একটু বাড়লেও দাম নীচের দিকেই থাকে।

কমার্স ব্যাংকের বিশ্লেষকরা বলছেন, এখন যদি যুক্তরাষ্ট্র তাদের তেলের উৎপাদন কমায়, তাহলে তেলের দাম ব্যারেল প্রতি ৫০ ডলারে উঠে যেতে পারে। আর তেলের দাম যেভাবে পড়েছিল তাতে এটি খুব তাড়াতাড়ি আবার বাড়বে বলে সবাই ধারণা করছিল।

যদিও তেলের উৎপাদন কমানোর বিষয়ে রাশিয়ার মতো বড় দেশগুলো এখনো কোনো ঘোষণা না দেয়ায় ওয়াল স্ট্রিটের এই প্রতিবেদন নিয়েও অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। -বিবিসি

আরএস/এমএস