ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ক্যাপিটল হিলে দাঙ্গা: সাক্ষ্য দিতে ট্রাম্পের বিরুদ্ধে সমন জারি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:০৯ পিএম, ২২ অক্টোবর ২০২২

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে গত বছরের দাঙ্গার বিষয়ে সাক্ষ্য দিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সমন জারি করেছে তদন্তের দায়িত্বে থাকা কংগ্রেসের প্যানেল। শুক্রবার (২১ অক্টোবর) ট্রাম্পের বিরুদ্ধে এ সমন জারি করা হয়। খবর রয়টার্সের।

ডোনাল্ড ট্রাম্প অবশ্য কংগ্রেস কমিটির সামনে হাজির হতে ও আর্জি অনুযায়ী দলিলপত্র জমা দিতে অস্বীকৃতি জানিয়েছেন। সে ক্ষেত্রে কংগ্রেস কমিটি বিষয়টিকে বিচার বিভাগে পাঠিয়ে দিতে পারে যার মানে হচ্ছে ফৌজদারি তৎপরতা শুরু হয়ে যাবে।

ডোনাল্ড ট্রাম্প যদি এ সমনের আদেশ না মানেন তবে তাঁর বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হতে পারে। এ ক্ষেত্রে সাক্ষ্যপ্রমাণ জমা দিতে তাঁর হাতে ৪ নভেম্বর পর্যন্ত সময় আছে। তাঁকে ১৪ নভেম্বরের মধ্যে অবশ্যই প্যানেলের সামনে হাজির হতে হবে।

কংগ্রেসের প্যানেলের পক্ষ থেকে ট্রাম্পকে উদ্দেশ্য করে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, আপনিই প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি একটি নির্বাচনকে উলটে দেওয়ার চেষ্টা করেছিলেন। অবৈধ ও অসাংবিধানিক জেনেও আপনি এ ধরনের অপচেষ্টা করেছেন। এ ঘটনার একমাত্র কেন্দ্রীয় ব্যক্তি আপনি।

এদিকে ডোনাল্ড ট্রাম্পের একজন আইনজীবী আইনপ্রণেতাদের এ উদ্যোগকে ‘নিয়ম লঙ্ঘন’ হিসেবে আখ্যা দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প এ তদন্তকে আগামী মাসের মধ্যবর্তী নির্বাচনের আগে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার যে অব্যবস্থাপনা চলছে তা থেকে ভোটারদের দৃষ্টি অন্যদিকে নেওয়ার অপচেষ্টা হিসেবে চিহ্নিত করেছেন।

এদিকে ট্রাম্পের বিরুদ্ধে সমন জারি করার মাত্র কয়েক ঘণ্টা আগে ট্রাম্পের উপদেষ্টা স্টিভ ব্যাননকে কংগ্রেসের সিদ্ধান্ত অবমাননার দায়ে ৬ হাজার ৫০০ ডলার জরিমানা ও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ব্যানন কংগ্রেস প্যানেলের সামনে হাজির হতে ও দলিলপত্র জমা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। একই ধরনের অভিযোগ রয়েছে ট্রাম্পের আরেক সহযোগী পিটার নভারোর বিরুদ্ধে।

২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের সহিংস তৎপরতার তদন্ত করছে কংগ্রেসের নির্বাচিত কমিটি। প্যানেলের সাত ডেমোক্রেট ও দুই রিপাবলিকান সদস্য ওই দাঙ্গার বিষয়ে সর্বসম্মতভাবে রিপাবলিকানদের অবস্থান জানাতে গত সপ্তাহে ভোট দেয়।

আইনপ্রণেতারা বলছেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বাতিল করতে ও জো বাইডেনকে বিজয়ী ঘোষণায় বাধা দিতে ডোনাল্ড ট্রাম্প তার সমর্থকদের উসকে দিয়েছিলেন।

এসএএইচ