ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করোনায় একদিনে ১২০৭ জনের মৃত্যু, শনাক্ত সোয়া ৫ লাখ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:২৮ এএম, ১৩ অক্টোবর ২০২২

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও আক্রান্ত বেড়েছে। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২০৭ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ লাখ ২৮ হাজার ৩৬১ জন। আগের দিন মারা গেছেন ১ হাজার ১৫ জন ও সংক্রমিত ৪ লাখ ৮৮ হাজার ৪৮৮ জন।

বৃ্স্পতিবার (১৩ অক্টোবর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার ৮৫০ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ৬৫ হাজার ৭৬৪ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ৬০ কোটি ৭৫ লাখ ৯২ হাজার ১ জন।

একদিনে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে জার্মানিতে। আক্রান্তের দিক থেকে তালিকার ৫ নম্বরে থাকা দেশটিতে এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ২১৩ জন ও মারা গেছেন ১৭৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ৯৫ জন। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২৭ লাখ ৫৭ হাজার ৯০০ জন।

দৈনিক প্রাণহানিতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩২২ জন। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৫ হাজার ৩৩১ জনের। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৮৭ লাখ ২৭ হাজার ১৩৬ জনে। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ লাখ ৮৯ হাজার ৩৮৫ জনের।

মোট মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ব্রাজিল। ২৪ ঘণ্টায় সেখানে ৬০ জনের মৃত্যু ও ৪ হাজার ৪৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৭ লাখ ৭৭ হাজার ৯৯৩ জনের করোনা শনাক্ত এবং ৬ লাখ ৮৭ হাজার ৭৬ জনের মৃত্যু হয়েছে ।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ কোটি ৪৬ লাখ ২০ হাজার ৩৫২ জন। এর মধ্যে একদিনে শনাক্ত হয়েছে ১ হাজার ৮১৯ জন। ভারতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ লাখ ২৮ হাজার ৮৩৫ জনের। তবে গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি।

একদিনে ফ্রান্সে ৬৭ হাজার ৯৪৮ জন সংক্রমিত এবং ৫৫ জন মারা গেছেন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬০ লাখ ৩৮ হাজার ৩২৭ জন, মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ৬২০ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে দুই নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৮৮ জনে। মৃতদের একজন ঢাকা ও অন্যজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। দুজনেরই হাসপাতালে মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

ইএ/এএসএম