ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইসলামাবাদে ভালোবাসা দিবস নিষিদ্ধ?

প্রকাশিত: ০৪:২৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন নিষিদ্ধ করেছে প্রশাসন। দেশটির কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নগর প্রশাসনকে নির্দেশনা দিয়েছে, সেদিন যেন কেউ ব্যক্তিগতভাবে বা যৌথভাবে এ দিবস উদযাপন করতে না পারে!

যদিও ইসলামাবাদ নগর প্রশাসন এক্সপ্রেস ট্রিবিউনকে জানিয়েছে, তারা এখন পর্যন্ত এমন কোনো নির্দেশনা পাননি।

এদিকে ইলেক্ট্রনিক মিডিয়ার এমন খবরকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন ইসলামাবাদের ডেপুটি কমিশনার ক্যাপ্টেন (অব.) মুসতাক আহমেদ। তিনি বলেন, আমি বিস্মিত কীভাবে ইলেক্ট্রনিক মিডিয়া এমন ভিত্তিহীন খবর প্রচার করছে।

অপরদিকে এ খবর প্রচার হওয়ার পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী একটি বৈঠক করেছেন বলে জানা গেছে। রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়। সেখানে নগর প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ সরফরাজ জানিয়েছেন, বৈঠকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ অবস্থা পর্যালোচনা হলেও ভালোবাসা দিবস নিষিদ্ধের কোনো নির্দেশনা দেয়া হয়নি।

এসএইচএস/বিএ