ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০৯ অক্টোবর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৫১ পিএম, ০৯ অক্টোবর ২০২২

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

সৌদি থেকে সেনা প্রত্যাহারে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা প্রত্যাহারের ব্যাপারে মার্কিন কংগ্রেসে একটি বিল উত্থাপন করেছেন তিন আইনপ্রণেতা।

ইসলামাবাদে শপিংমলে ভয়াবহ আগুন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেন্টোরাস শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ভবনের ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। এসময় লোকজনকে সেখান থেকে বের হয়ে আসতে দেখা যায়।

ক্রিমিয়ান সেতুতে বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদার রাশিয়ার

ক্রিমিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগের একমাত্র সেতুতে বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদার করেছে রাশিয়া। শনিবার ওই বিস্ফোরণে সেতুটির একটি অংশ ধসে পড়ে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফেডারেল সিকিউরিটি সার্ভিসকে দখলকৃত উপদ্বীপের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম এই সেতুর বিষয়টি দেখার নির্দেশ দিয়েছেন।

বৈশ্বিক খাদ্য সংকট সমাধানে প্রস্তুত রাশিয়া: পুতিন

বৈশ্বিক খাদ্য সমস্যার সমাধানে অবদান রাখতে রাশিয়া প্রস্তুত। বিশেষ করে গরিব দেশগুলোকে সাহায্যের ক্ষেত্রে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার (৯ অক্টোবর) কৃষি ও প্রক্রিয়াজাতকরণ শিল্প শ্রমিক দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় এ কথা বলেন। খবর রাশিয়ার সংবাদমাধ্যম তাসের। পুতিন বলেন, অভ্যন্তরীণ সব চাহিদা আমার মিটিয়ে যাচ্ছি। তাছাড়া রপ্তানি বাড়ানোর দিকেও নজর দিচ্ছি। বৈশ্বিক খাদ্য সমস্যা দূর করতে প্রস্তুতির পাশাপাশি গরিব দেশগুলোকে প্রয়োজনীয় সহযোগিতার কথাও জানান পুতিন।

এবার সহিংসতা মামলায় অনুব্রত মণ্ডলকে হেফাজতে চায় সিবিআই

গরুপাচার মামলায় জেলবন্দি পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে এবার নির্বাচন পরবর্তী সহিংসতা মামলাতেও হেফাজতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ভারতের সিবিআই।

নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ১০, নিখোঁজ ৬০

নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলের আনাম্বারা রাজ্যে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে ৬০ জন। রোববার (৯ অক্টোবর) দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা এজেন্সির আঞ্চলিক সমন্বয়ক থিকম্যান তানিমু বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়। এসময় এতে ৮৫ জন যাত্রী ছিল।

জাপোরিঝিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। শনিবার (৯ অক্টোবর) ইউক্রেনীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোরের কিছু আগে জাপোরিঝিয়ায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এর মধ্যে শহরের মাঝামাঝি আঘাত হানে তিনটি ক্ষেপণাস্ত্র।

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়ার

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় রোববার সকালে মাত্র ৬ মিনিটের ব্যবধানে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পিয়ংইয়ং। প্রতিবেশী দেশ জাপানের কর্তৃপক্ষ এমনটিই জানিয়েছে। এ নিয়ে গত ২৫ সেপ্টেম্বরের পর সপ্তম দফায় এ ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো পিয়ংইয়ং। একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফলে ওয়াশিংটন ও টোকিওর নিরাপত্তা স্থিতিশীলতা ঝুঁকিতে পড়তে পারে।

যুক্তরাষ্ট্রে খেলা চলাকালে স্টেডিয়ামের বাইরে গুলি

যুক্তরাষ্ট্রে আবারও গুলির ঘটনা। এবার হাইস্কুল শিক্ষার্থীদের ফুটবল ম্যাচ চলাকালে গুলি চালানো হয়েছে স্টেডিয়ামের বাইরে। এতে অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে সন্দেহভাজন কাউকেই এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি। পুলিশ জানিয়েছে, শুক্রবার (৮ অক্টোবর) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরে হুইটমার হাইস্কুল স্টেডিয়ামের বাইরে গুলি চালানো হয়। এসময় সেখানে সেন্ট্রাল ক্যাথলিক হাইস্কুলের সঙ্গে খেলা চলছিল।

মৃত্যু নামলো হাজারের নিচে, শনাক্তও কমেছে

বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে। এসময়ে ৬৯৩ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন দুই লাখ ৯০ হাজার ৫৮ জন। এ নিয়ে বিশ্বজুড়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু বেড়ে ৬৫ লাখ ৬০ হাজার ৪৩৪ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৬৩ লাখ ৯১ হাজার ৩৫৪ জনে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ফ্রান্সে আর দৈনিক প্রাণহানিতে শীর্ষে রয়েছে রাশিয়া। প্রাণহানির এ তালিকায় এর পরেই রয়েছে যুক্তরাষ্ট্র, জাপান, তাইওয়ান, ইতালি, ব্রাজিল, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো।

এমএসএম/জেআইএম