ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে নিজ বাড়িতে কারা কর্মকর্তা খুন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৬ এএম, ০৪ অক্টোবর ২০২২

জম্মু-কাশ্মীরের ঊর্ধ্বতন কারা কর্মকর্তা হেমন্ত লোহিয়া নিজ বাড়িতে খুন হয়েছেন। সোমবার (৩ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। খবর: এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, ৫৭ বছর বয়সী হেমন্ত লোহিয়া জম্মু-কাশ্মীরে গত আগস্ট থেকে ডিজি প্রিজন হিসেবে কর্মরত ছিলেন। রাতে তাকে তার উদাইওয়ালার বাসভবনে গলাকাটা অবস্থায় পাওয়া যায়।

জম্মু জোন পুলিশের এডিজি মুকেশ সিং বলেন, ঘটনার পর থেকে হেমন্ত লোহিয়ার গৃহকর্মী পলাতক। তাকে ধরতে অভিযান শুরু হয়েছে। ফরেনসিক ও অপরাধ দম টিমের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার তদন্ত শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, হেমন্ত লোহিয়ার মৃত্যুতে জম্মু-কাশ্মীর পুলিশ পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু-কাশ্মীরে অবস্থানের দিনেই এই শীর্ষ পুলিশ কর্মকর্তা খুনের ঘটনা ঘটলো।

ইএ/জেআইএম