ভারতে উল্কাপিণ্ডের আঘাতে নিহত ১ (ভিডিও)
মহাকাশ থেকে পতিত উল্কাপিণ্ডের আঘাতে ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেল্লোর জেলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৩ জন। রোববার তামিলনাড়ু সরকার এ তথ্য জানিয়েছে। বিজ্ঞানীরা বলছেন, উল্কাপাতেই যদি ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকে তবে এটি হবে গত দুইশ বছরের মধ্যে প্রথম ঘটনা।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বিজ্ঞানীদের বরাত দিয়ে বলা হয়েছে, ওই ব্যক্তির মৃত্যু উল্কাপাতেই হয়েছে তা রাজ্য সরকার কীভাবে নিশ্চিত হয়েছে সে বিষয়টি পরিষ্কার নয়। এছাড়া উল্কাপিণ্ডের আঘাতেই তার মৃত্যু হয়েছে সংগৃহীত আলামত থেকেও তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে শেষ পর্যন্ত যদি বাসচালক কামারাজের মৃত্যু উল্কার আঘাতেই হয়ে থাকে তাহলে দুইশ বছরের মধ্যে তিনি হবেন প্রথম ব্যক্তি। শনিবারের ওই বিস্ফোরণে দুজন মালি ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভেল্লোরের ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে উল্কাপিণ্ড পাতে ভূপৃষ্ঠে ৫ ফুট গভীর গর্ত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১১ গ্রাম ওজনের কালো পাথর উদ্ধার করেছে।
এর আগে সর্বশেষ ১৮২৫ সালে উল্কাপিণ্ডের আঘাতে ভারতেই একজনের প্রাণহানি ঘটেছিল। এরপর যুক্তরাষ্ট্রের আলবামাতে ১৯৫৪ সালে উল্কাপিণ্ডের আঘাতে এক নারী আহত হয়েছিলেন।
তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা জানিয়েছেন, কলেজ মাঠে উল্কাপিণ্ডের আঘাতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে ১ লাখ ও আহত তিনজনের পরিবারকে ২৫ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
এসআইএস/এমএস