লিবিয়া সীমান্তে তিউনিশিয়ার দেয়াল
লিবিয়া সীমান্তে দেয়াল নির্মাণের কাজ শেষ করেছে তিউনিশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ফারহাদ হোরচানি এ তথ্য জানিয়েছেন। তিউনিশিয়ার পর্যটন কেন্দ্রগুলোতে সন্ত্রাসী হামলায় কয়েক ডজন পর্যটকের প্রাণহানির পর এ উদ্যোগ নেয়া হলো। খবর আলজাজিরার।
শনিবার ফারহাদ হোরচানি বলেন, সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে তিউনিশিয়ার জন্য আজ গুরুত্বপূর্ণ দিন। গত বছর তিউনিশিয়ার দুটি পর্যটন কেন্দ্রে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় অন্তত ৫৯ বিদেশি পর্যটকের প্রাণহানি ঘটে। তিউনিশিয়ার কর্মকর্তারা বলছেন, লিবিয়ায় প্রশিক্ষিত জঙ্গিরা এসব হামলায় অংশ নিয়েছে।
সীমান্তের প্রায় ২০০ কিলোমিটার জুড়ে দেয়াল নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, এতে নজরদারির কাজে ব্যবহৃত ইলেক্ট্রনিক যন্ত্রও বসানো হবে। আমেরিকা এবং জার্মানি এ কাজে সহায়তা করবে বলে জানান ফারহাদ। তিনি আরো বলেন, সক্রিয় এবং কার্যকর উপায়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তিউনিশিয়ার সক্ষমতা রয়েছে।
এসআইএস/আরআইপি