পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১০
পাকিস্তানের কোয়েটা জেলা আদালতের কাছে নিরাপত্তা-বাহিনীর গাড়িবহর লক্ষ্য করে আত্মঘাতী হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। এদের মধ্যে চার সেনাসদস্যও রয়েছে। শনিবার আদালত প্রাঙ্গণের কাছে শক্তিশালী এ বিস্ফোরণে আহত হয়েছে আরো ৩৫ জন।
পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে নিহতদের মধ্যে চার সেনাসদস্য রয়েছে। এছাড়া স্থানীয় চার বেসামরিক নাগরিকও এ ঘটনায় প্রাণ হারিয়েছেন। পুলিশের মহাপরিদর্শক ইমতিয়াজ শাহ বলেন, কোয়েটার আদালতের কাছে এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছে। এতে ১০ জন নিহত হয়েছে।
বিস্ফোরণের পরপরই হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে নিরাপত্তাবাহিনীর সদস্যদের বহনকারী গাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আশ-পাশের বেশ কিছু ভবনের জানালা ভেঙে পড়েছে।
এসআইএস/আরআইপি