ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

তাইওয়ানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫

প্রকাশিত: ০৪:৪৭ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। শনিবার সকালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ৬.৪ মাত্রার এ ভূমিকম্পটি আঘাত হানে। এ ভূকম্পনে ১৭তলা একটি ভবন ধসে পড়েছে। ভবনটি থেকে ২২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভবনের আটকে আছে আরও অনেকে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। খরব রয়টার্স।

ভূমিকম্পে আরও কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কোনো সুনামি সর্তকতা জারি করা হয়নি।

উল্লেখ্য, ২০১৩ সালে ৬.৩ মাত্রার ভূমিকম্পে তাইওয়ানে চারজনের মৃত্যু হয় ও ব্যাপক ভূমিধস হয়।

এআরএস/এমএস

আরও পড়ুন