ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০৩ সেপ্টেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২২

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

মিয়ানমারে বাংলাদেশ সীমান্তের কাছে সংঘাতে ১৯ পুলিশ নিহত

মিয়ানমারের বাংলাদেশ সীমান্তের কাছে আরকান আর্মি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের ১৯ সদস্য নিহত হয়েছেন। এরপর আরাকান আর্মির ওপর বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী।

পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা ১২০০ ছাড়ালো

রেকর্ড বৃষ্টির কারণে ভয়াবহতম বন্যার কবলে পাকিস্তান। এরই মধ্যে ডুবে গিয়েছে দেশটির এক-তৃতীয়াংশ জনপদ। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার (৩ সেপ্টেম্বর) জানিয়েছে, রেকর্ড বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত প্রায় এক হাজার ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মারা পড়েছে কয়েক হাজার গবাদি পশু। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষাধিক বাড়ি। বেশ কিছু সেতুও ভেঙেছে।

তাইওয়ানে অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের: হুঁশিয়ারি চীনের

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে বাইডেন প্রশাসন এর অনুমোদন দিয়েছে। জানা গেছে, তাইওয়ানের কাছে ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র। দেশটির এমন সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি বেইজিং। এ ঘটনায় চীন সতর্ক করে পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে।

ফের আর্টেমিস-১ উৎক্ষেপণের চেষ্টা করছে নাসা

প্রথমবার ব্যর্থতার পর ফের আর্টেমিস-১ উৎক্ষেপণ করতে যাচ্ছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। সবকিছু ঠিক থাকলে চাঁদের উদ্দেশ্য শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এটি উৎক্ষেপণ করা হবে। এরই মধ্যে কার্যক্রম শুরু করে দিয়েছে সংস্থাটি।

সরকারি বাড়ি-নিরাপত্তা ফিরে পেলেন গোতাবায়া রাজাপাকসে

দেশে ফিরেই সরকারি বাড়ি এবং নিরাপত্তা ফিরে পেলেন সাবেক লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। শনিবার দেশটির সরকারের পক্ষ থেকেই তাকে এসব সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে বলে দুজন লঙ্কান কর্মকর্তা নিশ্চিত করেছেন। অর্থনৈতিক সংকটের জের ধরে গত জুলাই মাসে দেশ থেকে পালাতে বাধ্য হন গোতাবায়া। এরপর দেশের বাইরে থেকেই পদত্যাগের ঘোষণা দেন তিনি।

ভর্তুকি কমাতে তেলের দাম বাড়ালো ইন্দোনেশিয়া, পেট্রল ৬৪ টাকা

জ্বালানি তেলের দাম একলাফে প্রায় ৩০ শতাংশ বাড়ালো ইন্দোনেশিয়া। দেশব্যাপী গণবিক্ষোভের ঝুঁকি সত্ত্বেও ক্রমবর্ধমান ভর্তুকিতে লাগাম টানতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

রুশ তেলে মূল্যসীমা বসাচ্ছে জি৭, রপ্তানি বন্ধের হুমকি রাশিয়ার

রুশ তেল আমদানিতে মূল্যসীমা (প্রাইস ক্যাপ) আরোপের ঘোষণা দিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি৭। এর মাধ্যমে রাশিয়ার অর্থনৈতিক সক্ষমতা কমবে বলে আশা করছে বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতিগুলো। তবে এ ব্যবস্থার পাল্টা জবাবে মূল্যসীমা আরোপ করা দেশগুলোতে তেল রপ্তানি বন্ধ করার হুমকি দিয়েছে ক্রেমলিন।

মার্কিন ড্রোন আটক করেছে ইরান

যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন আটক করার দাবি করেছে ইরান। যদিও পরবর্তীতে ওই ড্রোন দুটি আবারও ছেড়ে দেওয়া হয়েছে। লোহিত সাগরে ওই দুই মার্কিন ড্রোন আটক করা হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয় বারের মতো এমন ঘটনা ঘটলো। বেনামি ওই ড্রোন সামুদ্রিক নিরাপত্তায় বিঘ্ন ঘটিয়েছে বলেও অভিযোগ আনা হয়েছে। খবর আল জাজিরার।

ক্যালিফোর্নিয়ায় ফের দাবানল, হাজারো বাসিন্দাকে ঘর ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে আবারও দেখা দিয়েছে দাবানল। উত্তপ্ত আবহাওয়ায় এক হাজার একরের বেশি জমিতে আগুন দ্রুতগতিতে ছড়াতে থাকায় ওই এলাকার কয়েক হাজার বাসিন্দাকে বাধ্যতামূলক ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধই রাখছে রাশিয়া

জার্মানিতে গ্যাস সরবারহ আপাতত বন্ধই থাকবে বলে জানিয়েছে রাশিয়ান জ্বালানি উত্তোলন ও সরবারহকারী কোম্পানি গ্যাজপ্রম। গ্যাস পাইপলাইন নর্ডস্ট্রিম-১ এ নতুন একটি লিকেজ দেখা দেওয়ার কথা বলে এ ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

এমএসএম/জেআইএম