ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ড্রোন হামলায় আইএসের রেডিও স্টেশন ধ্বংস

প্রকাশিত: ০৩:৪২ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

আফগানিস্তানের পূর্বাঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠী পরিচালিত একটি রেডিও স্টেশন ধ্বংস হয়েছে। মঙ্গলবার কর্মকর্তারা এ খবর জানান।

পাকিস্তান সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের প্রত্যন্ত আচিন জেলায় আইএস পরিচালিত ভয়েস অব কেলিফেট বা খেলাফতের কণ্ঠস্বর নামের রেডিও স্টেশনটিতে ড্রোন হামলা চালানো হয়।

আইএস গতবছর থেকে আফগানিস্তানে কার্যক্রম শুরু করে। এরপর নতুন সদস্য সংগ্রহের জন্য এই রেডিও স্টেশনটি চালু করে। অজ্ঞাত অবস্থান থেকে সম্প্রচার কার্যক্রম চালানো এ রেডিও স্টেশনটি থেকে অনিয়মিতভাবে রাতের বেলায় আইএস-এর প্রপাগান্ডা চালানো হতো।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, একটি ভ্রাম্যমাণ যানবাহন থেকে এ স্টেশনের অনুষ্ঠান সম্প্রচার করা হতো। সোমবার হামলা চালিয়ে আচিন জেলার একটি বাড়ির বেসমেন্টে লুকিয়ে রাখা স্টেশনটির সম্প্রচার যন্ত্রপাতি ধ্বংস করা হয়েছে।

আচিন জেলার গভর্নর হাজি গালিব এএফপিকে জানিয়েছেন, মঙ্গলবার থেকে রেডিও স্টেশনটির অনুষ্ঠান শোনা যায়নি।

তিনি বলেন এটি আমাদের নিরাপত্তা বাহিনীর মনোবলের ওপর খুবই নেতিবাচক প্রভাব ফেলছিল। এটি খুবই সুসংবাদ যে এটি ধ্বংস করা হয়েছে। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে হামলাটি চালানো হয়।
এ সময় স্টেশনটি লক্ষ্য করে ড্রোন থেকে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে রেডিও স্টেশনটির পাশাপাশি একটি ইন্টারনেট নিয়ন্ত্রণ কেন্দ্র ও আইএসের অন্যান্য স্থাপনাও ধ্বংস হয় বলে জানিয়েছেন তিনি।

এসব হামলায় রেডিও স্টেশনটির পাঁচ অপারেটরসহ ২১ জন নিহত হয়েছেন বলে প্রকাশিত প্রতিবেদনগুলো থেকে জানা গেছে।

‘খেলাফতের কণ্ঠস্বর’ স্টেশনটি থেকে পশতু ভাষায় অনুষ্ঠান প্রচার করা হত। এসব অনুষ্ঠানে সরকারবিরোধী প্রপাগান্ডা ও আইএসে যোগ দেওয়ার জন্য তরুণ আফগানদের প্রতি আহ্বান জানানো হত।

একে