ভারতে অনুপ্রবেশ, ৮ বাংলাদেশি গ্রেফতার
বর্ডার সিকিউরিটি ফোর্স বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে গ্রেফতার হয়েছেন ৮ বাংলাদেশি নাগরিক। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের জন্য তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়।
পুলিশ সূত্র জানিয়েছে, গতকাল (বুধবার) রাতে স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্ত পার হয়ে ভারতে ঢুকে পড়েন ৮ বাংলাদেশি নাগরিক।
সেখানে কর্তব্যরত বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের দেখতে পান। পরে তাদের গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে, তারা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছেন।
তাদের গ্রেফতার করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। স্বরূপনগর থানার পুলিশ তাদেরকে আজ (বৃহস্পতিবার) বসিরহাট মহকুমা আদালতে পাঠায়। বিচারক ওই ৮ বাংলাদেশিকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
টিটিএন/এএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার