জিকার টিকা আবিষ্কারের দাবি ভারতের
শুধু এডিশ মশা নয়, যৌন সম্পর্ক থেকেও এ ভাইরাসে আক্রান্তের খবরে আতঙ্ক সারা বিশ্ব। ভয়াবহ এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন দক্ষিণ আমেরিকার লক্ষ লক্ষ গর্ভবতী মহিলা। যার ফলে মানসিক ভারসাম্যহীন হচ্ছে সদ্যোজাত। এমনকি প্রাণহানিও ঘটছে। ঠিক এই সময়ে সুখবর জানালো ভারত।
হায়দরাবাদের একটি গবেষণা সংস্থা জিকার টিকা আবিষ্কার করার দাবি করেছেন। তাদের এ দাবি সত্যি হলে, বিশ্বের প্রথম ‘জিকা টিকা’ আবিষ্কারের শিরোপা উঠতে চলেছে ভারতের মাথায়।
ইতোমধ্যেই জিকা ভাইরাস নিয়ে রেড অ্যালার্ট জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। জিকা ভাইরাসবাহিত মশা ঠেকাতে বিশ্বের সব দেশকেই জরুরিকালীন তৎপর হওয়ার পরামর্শও দিয়েছে হু। দক্ষিণ আমেরিকার ২০টিরও বেশি দেশে মহামারির মতো ছড়িয়ে পড়েছে জিকা। রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রও। এমনকি জিকা আক্রান্ত রোগীর ভাইরাস ঢুকেছে যৌন মিলনেও।
এ অবস্থায় বিশ্বের সব দেশের বিজ্ঞানীরাই জিকা ভাইরাসের টিকা আবিষ্কারের জন্য গবেষণা চালিয়ে যাচ্ছেন। এদিকে গবেষণার প্রথম পদক্ষেপেই সাফল্যের দাবি করলেন ভারতের বিজ্ঞানীরা।
হায়দরাবাদের ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডা. কৃষ্ণ এল্লার কথায়, “আমরাই প্রথম সংস্থা, যারা জিকার টিকার স্বত্ত্ব দাবি করতে পারি।”
আরএস/এমএস