ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জিকা ভাইরাস : জরুরি অবস্থা জারি করলো হু

প্রকাশিত: ১০:২৮ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

দক্ষিণ আমেরিকার পর জিকা ভাইরাস ‘দাবানলের’ মতো দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার আশঙ্কায় জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। আন্তর্জাতিক স্বাস্থ্য সংক্রান্ত এই জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব সংস্থাটি বলেছে, মশাবাহিত এই ভাইরাসটি সংক্রামণ ঠেকাতে সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে।

জরুরি অবস্থা ঘোষণার পর সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যান জেনেভায় সাংবাদিকদের বলেন, ‘আমরা আর অপেক্ষা করতে পারছি না।’ হু এর ঘোষণায় আমেরিকা মহাদেশে জিকা ভাইরাসের ‘দাবানলের’ মতো ছড়িয়ে পড়ার ঘটনাকে অসাধারণ বিষয়ে হিসেবে উল্লেখ করা হয়।

জিকা ভাইরাসের প্রাদুর্ভাবের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য সোমবার স্বতন্ত্র বিশেষজ্ঞদের জরুরি বৈঠক ডেকেছিল হু। গত বছর ব্রাজিলে জিকা ভাইরাসের প্রকোপের পাশাপাশি অস্বাভাবিক ছোট আকারের মাথা নিয়ে দেশটিতে শিশুদের জন্মগ্রহণের যোগসাজশের সম্পর্ক দেখার পর এ জরুরি অবস্থা জারি করা হয়।

স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারিকে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়ার সংকেত হিসেবে গ্রহণ করা হয়। এতে রোগের প্রকোপ ঠেকানোর কাজে বাড়তি অর্থ ব্যয় এবং তৎপরতা গ্রহণের পদক্ষেপ নেয়া হয়। এ ছাড়া, টিকা বের করার গবেষণাও জোরদার হয়ে ওঠে।

জিকা ভাইরাসের কারণেই শিশুদের মধ্যে জন্ম সংক্রান্ত সমস্যা দেখা দিচ্ছে কি-না তা নির্ণয়ে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিকভাবে সমন্বিত তৎপরতা দরকার বলে উল্লেখ করেন হু’এর প্রধান মার্গারেট চান।

এদিকে, জিকাবিরোধী লড়াইয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য হু’এর ওপর চাপ রয়েছে। পশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাসের প্রকোপের সময়ে সাড়া দিতে দেরি করেছে বলে স্বীকার করাকে কেন্দ্র করে হু’এর ওপর এ চাপ বেড়েছে।

এর আগে হু বলেছে, আগামী বছর আমেরিকা মহাদেশে ৪০ লাখ ব্যক্তি জিকা ভাইরাস আক্রান্ত হতে পারে।

বিএ