ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

১০০ নম্বরে ১৫১ পেলেন এক শিক্ষার্থী!

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:০৬ পিএম, ০১ আগস্ট ২০২২

একশ নম্বরের পরীক্ষায় ১৫১ নম্বর পেয়েছেন স্নাতকের এক শিক্ষার্থী। এমন ফলাফলে অবাক শিক্ষার্থী নিজেও। ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের দারভাঙ্গা জেলার ললিত নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয়ে (এলএনএমইউ)

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এলএনএমইউ বিশ্ববিদ্যালয়ের স্নাতকের এক শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় ১৫১ পেয়েছেন।

ওই শিক্ষার্থী বলেন, আমি ফলাফল দেখে সত্যিই অবাক হয়েছিলাম। যদিও এটি একটি অস্থায়ী মার্কশিট ছিল, কর্তৃপক্ষের উচিত ছিল ফলাফল প্রকাশের আগে এটি পরীক্ষা করা।

ওই বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স পরীক্ষায় শূন্য পেয়েছেন। কিন্তু এরপরও তিনি পরের সেমিস্টারে উন্নীত হয়েছে। তবে এসব ঘটেছে বিশ্ববিদ্যালয়ের ভুলে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মুশতাক আহমেদ বলেন, দুটো মার্কশিটে ভুল ছিল। টাইপিংয়ে এসব ভুল হয়েছে। ওই দুই শিক্ষার্থীকে সংশোধিত মার্কশিট দেওয়া হয়েছে।

আরএডি/জেআইএম