মাঙ্কিপক্স
সতর্কতা বাড়িয়েছে নিউইয়র্ক, সানফ্রান্সিস্কোতে জরুরি অবস্থা
যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সের সংক্রমণ বেড়েই চলেছে। এরই অংশ হিসেবে দেশটির নিউইয়র্ক ও সানফ্রান্সিস্কোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সের ভ্যাকসিনেও সংকট দেখা দিয়েছে। শুক্রবার (২৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নিউইয়র্ক কর্তৃপক্ষ জানিয়েছে, অঙ্গরাজ্যজুড়ে ভাইরাসটি মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি হিসেবে উপস্থিত হয়েছে। স্বাস্থ্য কমিশনার মেরি টি বাসেট বলেছেন, সতর্কতা বাড়ানোর ফলে প্রতিরোধ ব্যবস্থায় স্বাস্থ্য বিভাগের জন্য সহায়ক হবে।
এদিকে দেশটির ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিস্কো কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছে। সেখানের মেয়র লন্ডন ব্রিড বলেছিলেন রোগের ঝুঁকি কম ছিল, তবে ১ আগস্ট থেকে কার্যকর হওয়া ঘোষণাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি বলেন, জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত পদক্ষেপ কার্যকরী ভূমিকা পালন করে। করোনা মোকাবিলার সময়ও সানফ্রান্সিস্কো এভাবে সফলতা পেয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, মাঙ্কিপক্স সবার ওপর একই ধরনের প্রভাব ফেলে। তবে আমরা সবাই জানি সমকামিদের জন্য এটি বেশি ঝুঁকিপূর্ণ।
এমএসএম/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার