ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইইউ প্রেসিডেন্টের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বৈঠক

প্রকাশিত: ১১:০৮ এএম, ৩১ জানুয়ারি ২০১৬

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের সঙ্গে বৈঠকে বসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ইইউতে ব্রিটেন থাকবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিতেই রোববার ডাউনিং স্ট্রিটে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইইউ নিয়ে দেশটিতে গণভোটের আগে আলোচকরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চাওয়ার প্রেক্ষাপটে এ বৈঠক হচ্ছে। ইইউর সঙ্গে ব্রিটেনের সম্পর্ক কিভাবে সংস্কার করা হবে তা নিয়ে চলতি সপ্তাহে ডোনাল্ড টাস্ক একটি খসড়া প্রস্তাব প্রকাশ করবেন। ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার বিরুদ্ধে ক্যামেরন প্রচারণা চালানোর সম্ভাবনা রয়েছে।

দেশটির কর্মকর্তারা বলছেন, এ বিষয়ে আগামী ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ব্রাসেলস সম্মেলনে চূড়ান্ত চুক্তি হতে পারে। চুক্তিতে পৌঁছাতে পারলে আগামী জুনে গণভোটের দ্বার খুলে যেতে পারে।

এসআইএস/আরআইপি