ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সুস্থবোধ করছেন প্রেসিডেন্ট বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:২৯ পিএম, ২৬ জুলাই ২০২২

করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সুস্থবোধ করছেন বলে জানিয়েছেন। ধীরে ধীরে করোনা উপসর্গ কাটিয়ে উঠছেন তিনি। এ সপ্তাহেই পুরোপুরি কাজে ফিরবেন বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট।

মাইক্রোচিপ প্রস্তুত করা নিয়ে ব্যবসায়িক নেতা ও স্টাফদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন তিনি। বৈঠকের পর সাংবাদিকদের বলেন, ‘আমি খুব ভালোবোধ করছি।’

কিছুটা ভাঙা স্বরে প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, রাতে তার ভালো ঘুম হয়েছে। এসময় হেসে বলেন, পোষা কুকুরদের জন্য তাকে সকালবেলাতেই ঘুম থেকে উঠে যেতে হয়েছে।

jagonews24

গত বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়ার পর হোয়াইট হাউজে আইসোলেশনে রয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সুস্থ হয়ে এ সপ্তাহের শেষে কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে, হোয়াইট হাউজের তরফে জানানো হয়, ৭৯ বছর বয়সী বাইডেনের স্বাস্থ্যের উন্নতি হয়েছে। যদিও তিনি চিকিৎসাধীন রয়েছেন।

প্রেসিডেন্ট বাইডেনের চিকিৎসক কেভিন ও’ কনোর হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারিকে একটি স্মারকলিপিতে জানান, প্রেসিডেন্টের করোনার উপসর্গ এখন নেই বললেই চলে। তার নাকে কিছু প্রদাহ আছে এবং কণ্ঠস্বর ভাঙা আছে। চিকিৎসক আরও বলেন, বাইডেনের ফুসফুসের অবস্থা ভালো।

সূত্র: এএফপি

এসএনআর/এএসএম