মাঝআকাশে প্লেনে ত্রুটি, জরুরি অবতরণ
দিল্লি থেকে গুয়াহাটিগামী প্লেনের উইন্ডশিল্ডে ফাটল ধরা পড়লো মাঝ আকাশে। এ ঘটনা নজরে আসার পর বেসরকারি সংস্থার ওই প্লেনটিকে জরুরিভিত্তিতে ভারতের জয়পুরে অবতরণ করানো হয়।
গত দু’দিনের মধ্যে এই নিয়ে গো ফার্স্ট নামে ওই সংস্থাটির প্লেনে তৃতীয় বার যান্ত্রিক ত্রুটি ধরা পড়লো বলে জানিয়েছে ভারতের আকাশে প্লেন পরিবহনের নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)।
তাছাড়া রোববার (১৭ জুলাই) ইন্ডিগোর শারজা-হায়দরাবাদ বিমানকে করাচি বিমানবন্দরে নামানো হয়। যান্ত্রিক গোলযোগের জেরেই পাইলট ওেই সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
সম্প্রতি পাকিস্তানের মাটিতে জরুরি অবতরণ করে ভারতের আরেকটি বিমান। গত ৫ জুলাই যান্ত্রিক গোলযোগের কারণে দিল্লি থেকে দুবাইগামী স্পাইসজেট বিমানসংস্থার একটি যাত্রীবাহী বিমানের জরুরি অবতরণ করা হয় করাচিতে।
এমএসএম/এএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ প্লেনে যান্ত্রিক ত্রুটি, ঝাড়খণ্ডে আটকে গেলেন মোদী
- ২ ১০ মিলিয়ন ডলার মূল্যের পুরাকীর্তি ভারতকে ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র
- ৩ প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট
- ৪ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই
- ৫ মার্কিন গোয়েন্দাপ্রধান হতে যাওয়া কে এই তুলসী গ্যাবার্ড?