ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতের ২০টি স্মার্ট সিটির তালিকা প্রকাশ

প্রকাশিত: ১১:০৫ পিএম, ২৮ জানুয়ারি ২০১৬

ভারতের ২০টি স্মার্ট সিটির তালিকা প্রকাশ করেছে সেদেশের সরকার। তবে তালিকায় ঠাঁই হয়নি পশ্চিমবঙ্গের কোনো শহরের। তালিকা তৈরিতে কোনো ভৌগলিক বিষয়কে গুরুত্ব দেয়া হয়নি। বরং, দেশটির সব জায়গা থেকে বাছাই করা হয়েছে শহরগুলোকে।

বৃহস্পতিবার দিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজে কেন্দ্রীয় নগর উন্নয়নমন্ত্রী এম বেঙ্কাইয়া নাইডু প্রথম পর্যায়ে ২০টি শহরকে স্মার্ট সিটি হিসেবে ঘোষণা করেন। তালিকার এক নম্বরের জায়গাটি দখল করে নিয়েছে উড়িষ্যার রাজধানী ভূবনেশ্বর। মধ্যপ্রদেশের সর্বাধিক তিনটি শহর স্থান পেয়েছে তালিকায়।

স্মার্ট সিটিতে বিদ্যুৎ. পানীয় জল, আবাসন, তথ্যপ্রযুক্তি, পানি নিষ্কাশন ব্যবস্থা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা মিলবে যথাযথ। এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৫০ হাজার কোটি রুপি। আগামী দুই বছরে পর্যায়ক্রমে আরও ৪০ ও ৩৮টি শহর স্মার্ট সিটিতে অন্তর্ভুক্ত করা হবে।

তালিকার ২০টি শহর হলো
১) ভূবনেশ্বর, উড়িষ্যা
২) পুণে, মহারাষ্ট্র
৩) জয়পুর, রাজস্থান
৪) সুরাট, গুজরাট
৫) কোচি, কেরালা
৬) আহমেদাবাদ, গুজরাট
৭) জব্বলপুর, মধ্যপ্রদেশ
৮) বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ
৯) সোলাহপুর, মহারাষ্ট্র
১০) দাবানগেরে, কর্ণাটক
১১) ইনদোর, মধ্যপ্রদেশ
১২) এনডিএমসি, দিল্লি
১৩) কোয়েম্বাটোর, তামিলনাড়ু
১৪) কাকিনাড়া, অন্ধ্রপ্রদেশ
১৫) বেলগাউম, কর্ণাটক
১৬) উদয়পুর, রাজস্থান
১৭) গুয়াহাটি, আসাম
১৮) চেন্নাই, তামিলনাড়ু
১৯) লুধিয়ানা, পাঞ্জাব এবং
২০) ভূপাল, মধ্যপ্রদেশ।

বিএ