ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতে মাওবাদী বিদ্রোহীদের হামলায় ৭ পুলিশ নিহত

প্রকাশিত: ১১:১৪ এএম, ২৮ জানুয়ারি ২০১৬

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে মাওবাদী বিদ্রোহীদের ল্যান্ডমাইন হামলায় ৭ পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৬ পুলিশ সদস্য। এদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভির।

বুধবার সন্ধ্যায় পুলিশের একটি গাড়ি ঝাড়খণ্ডের পালামুর ছতরপুরের কালাপাহাড় এলাকা অতিক্রমের সময় হামলার শিকার হয়। ওই এলাকায় আগেই ল্যান্ডমাইন পুঁতে রেখেছিল মাওবাদী বিদ্রোহীরা। হামলার শিকার পুলিশ সদস্যরা হুসাইনাবাদ পুলিশ থানায় মোতায়েন ছিলেন। নকশালবিরোধী এক অভিযান শেষে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। ওই সময় গাড়িতে অন্তত ১৫ পুলিশ সদস্য ছিলেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই এলাকায় আগে থেকেই মাও বিদ্রোহীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছিল। বিস্ফোরণে উড়িয়ে যাওয়া গাড়িটি অভিযান চালানো পুলিশ সদস্যদের সাহায্যের জন্য যাচ্ছিল। চলতি বছরে এটাই নকশালদের প্রথম বড় ধরনের হামলা।

এসআইএস