ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মালদ্বীপে এক সপ্তাহে করোনা শনাক্ত ১২০২ জনের

মোহাম্মদ মাহামুদুল | মালদ্বীপ | প্রকাশিত: ০৭:৫০ পিএম, ২৭ জুন ২০২২

মালদ্বীপে দিন দিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত সপ্তাহে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০২ জনে।

মালদ্বীপের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (এইচপিএ) প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, ১৯ জুন থেকে ২৫ জুনের মধ্যে বৃহত্তর রাজধানী অঞ্চলে ৫২৮ জনের আক্রান্ত রেকর্ড করা হয়।

এদিকে, একই সময়ে অন্যান্য জনবসতিপূর্ণ দ্বীপ থেকে ৪৫২ জন, রিসোর্ট ও অন্যান্য আবাসন থেকে ২২২ জন আক্রান্ত হয়েছে।

এ সময়ে ৩৫ শতাংশ নমুনা পরীক্ষা করেছে। এটি একটি উল্লেখযোগ্য বৃদ্ধি, কারণ এর আগের সপ্তাহে এই সংখ্যাটি ছিল মাত্র ২১ শতাংশ।

এইচপিএ’র পরিসংখ্যান জানিয়েছে, গত সপ্তাহে ৫১ জন করোনারোগী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। অন্যান্য কারণে মারা যাওয়া ১৩ জনেরও করোনা পরীক্ষার করা হলে আক্রান্ত বলে জানা গেছে।

এর সঙ্গে, মালদ্বীপে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১৮ হাজার ১৫৮৬ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত দেশটিতে করোনায় মারা যাওয়ার সংখ্যা ৩০৫ জন। পরিসংখ্যান বলছে, মালদ্বীপে আবারও দ্রুত হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

এমআরএম/এমএস