ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মহাত্মা গান্ধির মূর্তিতে আইএসের স্লোগান

প্রকাশিত: ০৯:১০ এএম, ২৬ জানুয়ারি ২০১৬

ভারতে মহাত্মা গান্ধির মূর্তিতে `আইসিস জিন্দাবাদ` স্লোগান লিখে হামলার হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট। রোববার রাতে রাজস্থানের জয়পুরের দুদুতে গান্ধি মূর্তির গায়ে লিখে ওই হুমকি দেয়া হয়েছে। তবে কে বা কারা মূর্তির গায়ে লিখেছে তা নিশ্চিত হতে পারেনি স্থানীয় কর্মকর্তারা।

দেশটির প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে প্রজাতন্ত্রে দিবসে হামলা চালানো হবে বলে হুমকি দিয়ে মহাত্মা গান্ধির মূর্তিতে কালো কালি দিয়ে লেপটে দেয়া হয়েছে। সেখানে আইএসের বিভিন্ন স্লোগান লেখা হয়েছে।

রাজস্থানের জয়পুরের দুদুতে রয়েছে এই গান্ধিমূর্তিটি। সোমবার সকালে স্থানীয়রা দেখেন, গান্ধি মূর্তির মুখে ও গায়ে কালি মাখানো। মূর্তির পিঠজুড়ে কালো কালিতে হামলার হুমকি। শেষে লেখা `আইসিস জিন্দাবাদ`।

এদিকে গান্ধির মূর্তিতে আইএসের লেখা নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। দুদুর অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার জানিয়েছেন, আইসিসের নামে গান্ধিমূর্তির পেছনে একটি বার্তা দেয়া হয়েছে। যার মূল বক্তব্য, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে হামলা চালাবে আইসিস।

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলাবাহিনী। দিল্লিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি প্রতিটি রাজ্যকেও সতর্ক করে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। দেশজুড়ে অভিযান চালিয়ে সোমবার ৬ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

আইএসের হামলার হুমকির মুখেই মঙ্গলবার দেশটির প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ।

এসঅাইএস/এমএস