৫ বছরের ভিসা দেবে ভারত
সার্কভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য ৩ থেকে ৫ বছরের বিজনেস ভিসা দেবে ভারত। বুধবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তৃতায় এ কথা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদি বলেন, আমি বিশ্বাস করি সার্কভুক্ত দেশগুলো একে অপরের সঙ্গে মিলে চললে এ অঞ্চলের জনগণের জন্য উজ্জল ভবিষ্যৎ নির্মাণ সম্ভব।
ভবিষ্যতে যে ভারতের স্বপ্ন দেখেন তা পুরো সার্ক অঞ্চলের জন্যও দেখে থাকেন উল্লেখ করে মোদি তার বক্তৃতায় বলেন, সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে ভারতের বিপুল পরিমাণ বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। আমি মনে করি এটি ঠিক নয়, এমনকি এমনটি হওয়া টেকসইও নয়।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট
- ২ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই
- ৩ মার্কিন গোয়েন্দাপ্রধান হতে যাওয়া কে এই তুলসী গ্যাবার্ড?
- ৪ ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন কেনেডি জুনিয়র
- ৫ ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, বন্ধ হলো প্রাথমিকে সশরীরে ক্লাস