ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

তাইওয়ানে তীব্র শীতে নিহত ৫০

প্রকাশিত: ০৭:০২ এএম, ২৫ জানুয়ারি ২০১৬

পূর্ব এশিয়ার দেশগুলোতে শৈত্যপ্রবাহ বয়ে চলছে। তীব্র শীতে তাইওয়ানে অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া ঘণ কুয়াশার কারণে দক্ষিণ কোরিয়ায় কমপক্ষে ৬০ হাজার পর্যটক আটকে পড়েছেন। সোমবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তাইওয়ানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সপ্তাহের শেষে হঠাৎ করে তীব্র শীত নেমে আসায় হৃদরোগ সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত লোকজনের পরিমাণ বাড়ছে। ঠাণ্ডাজনিত রোগে এখন পর্যন্ত তাইওয়ানে ৫০ জন মারা গেছে। নিহতদের অনেকেই তাইওয়ানের দক্ষিণাঞ্চলের নাগরিক।

রোববার দেশটির উত্তরাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে অতিরিক্ত তুষারপাতের দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। বাতিল করা হয়েছে এই বিমানবন্দরের সব ফ্লাইট।

একই সঙ্গে জাপান, চীন ও হংকংয়েও প্রচণ্ড শৈত্য প্রবাহ শুরু হয়েছে। দক্ষিণ এশিয়ার এ দেশগুলোতেও তাপমাত্রা সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। নাগরিকদের বিশেষ করে বয়স্কদের শীতে বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এসআইএস/এমএস