ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সামরিক প্লেন বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৭ এএম, ০৯ জুন ২০২২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি সামরিক প্লেন বিধ্বস্ত হয়েছে। প্লেনটিতে পাঁচজন মেরিন সদস্য ছিল। ইউএস-মেক্সিকো সীমান্তের কয়েক মাইল উত্তরে ও ক্যালিফোর্নিয়া-অ্যারিজোনা সীমান্তের পশ্চিমে অবস্থিত গ্ল্যামিসের কাছে ওই দুর্ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম ফক্সনিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের মেরিন কর্পসের এক মুখপাত্র জানিয়েছেন, প্লেনটি এমভি-২২বি অসপ্রে মডেলের। এটি তৃতীয় মেরিন এয়ারক্রাফ্ট উইংয়ের অন্তর্গত ছিল। কর্মকর্তারা বলছেন, তারা প্লেনের ক্রুদের অবস্থা সম্পর্কে জানার জন্য অপেক্ষা করছেন।

মেরিন মুখপাত্র লেফটেন্যান্ট ডুয়ান কাম্পা এক বিবৃতিতে বলেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান সামরিক ও বেসামরিক নাগরিকরা। প্লেনটিতে পারমাণবিক উপাদান ছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন গুজবকে ভিত্তিহীন বলেও জানান তিনি।

ওই কর্মকর্তা জানান, প্লেনটিতে কোনো ধরনের পারমাণবিক উপাদান ছিল না। এ সম্পর্কে শিগগির আরও তথ্য পাওয়া যাবে।

শুক্রবারের পর ক্যালিফোর্নিয়ায় এটি দ্বিতীয় প্লেন দুর্ঘটনা। এর আগের দুর্ঘটনায় পাইলট নিহত হন।

এমএসএম/টিটিএন/এএসএম