ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতে ট্রেন ভ্রমণে নতুন নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:২৬ পিএম, ০৪ জুন ২০২২

ভারতে ট্রেন ভ্রমণের ক্ষেত্রে নতুন নিয়ম করা হয়েছে। এখন থেকে অতিরিক্ত ব্যাগ বা লাগেজের জন্য আলাদাভাবে টাকা পরিশোধ করতে হবে। এ জন্য ট্রেন যাত্রীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

জানা গেছে, কয়েক দশক ধরে দেশটির রেল পরিবহন ব্যবস্থা যাত্রীদের লাগেজের বিষয়ে নমনীয় ছিল। অর্থাৎ অতিরিক্ত লাগেজের জন্য আলাদাভাবে পরিশোধ করতে হতো না। কিন্তু এখন লাগেজের জন্য এ নতুন নিয়ম করা হয়েছে। তাছাড়া নিয়মটি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলেও জানানো হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, স্লিপার ক্লাসে ভ্রমণকারী একজন যাত্রীকে অতিরিক্ত অর্থ দেওয়া ছাড়াই ৪০ কেজি পর্যন্ত লাগেজ বহন করার অনুমতি দেওয়া হবে। একইভাবে দ্বিতীয় শ্রেণিতে ভ্রমণকারী একজন যাত্রীকে ৩৫ কেজি লাগেজ বহন করার অনুমতি দেওয়া হবে। অন্যদিকে এসি ফার্স্ট ক্লাসে ভ্রমণকারীরা ৭০ কেজি পর্যন্ত বহন করতে পারবেন।

তবে এই সীমার বাইরে যারা লাগেজ বহন করতে চাইবেন তাদের অতিরিক্ত বহন করতে হবে। যেমনটা বিভিন্ন এয়ারলাইন্সে করা যায়। যারা নিয়ম ভঙ্গ করবে তাদের ছয়গুণ বেশি জরিমানা করা হবে।

ভারতের রেল মন্ত্রণালয় এক টুইট বার্তায় মানুষকে অতিরিক্ত ব্যাগ বা লাগেজ নিয়ে যাতায়াত করতে নিষেধ করেছে। বলা হয়, লাগেজ বেশি হলে যাত্রার আনন্দ অর্ধেক হয়ে যাবে। অতিরিক্ত লাগেজের ক্ষেত্রে পার্সেল অফিসে গিয়ে লাগেজ বুক করতে হবে বলেও জানানো হয়।

এমএসএম/জেআইএম