ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কাঠমান্ডুতে সার্ক শীর্ষ সম্মেলন শুরু

প্রকাশিত: ০৩:৫১ এএম, ২৬ নভেম্বর ২০১৪

বাংলাদেশ সময় সকাল ৯টায় নেপালের রাজধানী কাঠমান্ডুতে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। সার্ককে ঘিরে নতুন রূপে সেজেছে কাঠমান্ডু। এই সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিশ্ছিদ্র নিরাপত্তার জালে ঢেকে ফেলা হয়েছে এই নগরীকে।

সম্মেলনে যোগ দিতে গতকাল মঙ্গলবার কাঠমান্ডু পৌঁছান আট দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। বুধবার নিজ নিজ দেশের বিশেষ বিমানে করে কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছান তারা। সবার শেষে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ছাড়া, এ সম্মেলনে অংশ নিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, ভুটানের প্রধানমন্ত্রী শেরিন তোবগে, মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুম, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহেন্দ্র রাজা পাকসে এবং আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। স্বাগতিক নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা গোটা সম্মেলনের তত্ত্বাবধান করছেন।