মক্কায় নষ্ট হচ্ছে ১৭ শতাংশ ক্ষুধার্ত শিশুর খাবার
সৌদি আরবের মক্কায় যে পরিমাণে খাবার নষ্ট হচ্ছে তা দিয়ে উন্নয়নশীল ১৮ দেশের ১৭ শতাংশ ক্ষুধার্ত শিশুকে খাওয়ানো যেত। শুক্রবার মক্কার স্থানীয় একটি দাতব্য সংস্থা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজের।
সংস্থার মহাপরিচালক আহমেদ আল-মাতরাফি জানিয়েছেন, আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার কয়েকটি দেশে ৪৮ লাখ শিশু খাবারের চরম সংকটে ভুগছে। মক্কার প্রতিটি বিয়ের অনুষ্ঠানে গড়ে কমপক্ষে আড়াইশ মানুষের খাবার উচ্ছিষ্ট হচ্ছে। এর আগে ছুটির দিনগুলোতে বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের উচ্ছিষ্ট খাবার সংগ্রহ করে ২৪ হাজার মানুষকে খাওয়ানো হয়েছে।
তিনি বলেন, ছুটির দিনগুলোতে মক্কার একশ ২০টির মধ্যে ৬০টি হলে যাওয়া হয়েছিল। সেগুলোতে কী পরিমাণ খাবার নষ্ট হচ্ছে, তার সঠিক কোনো তথ্য নেই। দেশটির অন্তত ৩০ শতাংশ মানুষ উচ্ছিষ্ট খাবারের বিষয়ে একে অপরকে জানায় না।
আহমেদ আল-মাতরাফি বলেন, অসহায় মানুষদের যাতে সহযোগিতা করা যায় সে লক্ষে সচেতনতা তৈরিতে তারা কাজ করছেন।
এসআইএস/আরআইপি