ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করোনা আক্রান্ত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:০৬ পিএম, ০২ জুন ২০২২

ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্তের রিপোর্ট পাওয়ার পর তিনি আইসোলেশনে রয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২ জুন) দলের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা একথা নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সন্ধ্যায় সোনিয়া গান্ধীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তবে তার শরীরে গুরুতর উপসর্গ নেই। কংগ্রেস সভানেত্রী নিজ বাড়িতেই আইসোলেশনে রয়েছেন বলে জানান তিনি।

এদিকে, ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনিভাবে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৮ জুন সোনিয়া গান্ধীকে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার এ বিষয়ে নোটিস পাঠানো হয় সোনিয়া গান্ধীকে।

সূত্র: এনডিটিভি

এসএনআর/এএসএম