ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ধর্ষণের দায়ে পুলিশ কর্মকর্তার ২৬৩ বছর জেল

প্রকাশিত: ১১:০৫ এএম, ২২ জানুয়ারি ২০১৬

কর্তব্যরত অবস্থায় আফ্রিকান বংশোদ্ভূত নারীদের ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের সাবেক এক পুলিশ কর্মকর্তাকে ২৬৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার  তাকে এ সাজা দেয়া হয়।

দণ্ড পাওয়া সাবেক পুলিশ কর্মকর্তা ড্যানিয়েল হলৎজক্ল’র বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নসহ ৩৬টি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে ১৮টি অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ডিসেম্বর মাসে তাকে দোষী সাব্যস্ত করা হয়। জুরির সুপারিশ অনুযায়ী বৃহস্পতিবার বিচারক এসব মামলার দণ্ড ঘোষণা করেন।

এদিকে দণ্ড ঘোষণার পর হলৎজক্ল’র আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘মামলার রায়ে যা হওয়ার তাই হয়েছে। এ রায় বিস্ময়কর নয়।’

প্রসিকিউটররা জানান, হলৎজক্ল ওকলাহোমা সিটির দরিদ্র এলাকার কৃষ্ণাঙ্গ নারীদের ওপর এসব নিপীড়ন চালায়।
২০১৩ সালের ডিসেম্বর থেকে ২০১৪ সালের জুন মাসের মধ্যে হলজক্ল’র একাধিক নারীকে ধর্ষণ ও যৌন নিপীড়ন করে।

হলৎজক্ল’র বিরুদ্ধে এ ধরণের অভিযোগ ওঠায় ২০১৫ সালের জানুয়ারি মাসে পুলিশ বিভাগ তাকে চাকরিচ্যুত করে।

আসামির বিরুদ্ধে ১৩ জন নারী সাক্ষ্য দেন বলে মামলার কার্যক্রম থেকে জানা যায়।

একে/এমএস