ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সোমালিয়ায় জঙ্গি হামলায় নিহত ২০

প্রকাশিত: ০৯:৩৬ এএম, ২২ জানুয়ারি ২০১৬

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে জঙ্গি হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে দেশটির সাগরতীরের জনবহুল একটি রেস্তোরাঁয় এ হামলার ঘটনা ঘটে। শুক্রবার সোমালিয়ার পুলিশ বিষয়টি নিশ্চিত করে। খবর এএফপি।    

পুলিশের বরাত দিয়ে এএফপি প্রতিবেদনে বলা হয়, পাঁচ বন্দুকধারী ওই রেস্তোরাঁয় অতর্কিত হামলা চালায়। তবে হামলার আগে তারা বোমা বিস্ফোরণ ঘটায়।

সোমালিয়ার পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান বলেন, রেস্তোরাঁয় রাতের খাবার খেতে ক্রেতাদের ভিড়ের সময় এ হামলার ঘটনা ঘটে। এতে ২০ জন নিহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। নিরীহ বেসামরিক মানুষের ওপর জঙ্গিদের এই হামলাকে বর্বর ও নৃশংস বলে অভিহিত করেছেন তিনি।  

এ সময় দেশটির কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা বাহিনীর হাতে চার বন্দুকধারী নিহত হয়েছে। একজনকে আটক করা হয়েছে। এদিকে, হামলার দায় স্বীকার করেছে আল-শাবাব জঙ্গি গোষ্ঠি।  

 এএইচ/এমএস