ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০৮ মে ২০২২

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ০৮ মে ২০২২

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

যুক্তরাষ্ট্রের প্রশংসা-ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা জেলেনস্কির

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রশংসা ও ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐক্যের ঘাটতি দেখা যাচ্ছে। রোববার (৮ মে) রাশিয়ার সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২৬ বার এভারেস্ট জয় করে ফের নিজের রেকর্ড ভাঙলেন কামি রিতা

নিজের রেকর্ড ভেঙে নতুন বিশ্বরেকর্ড গড়লেন নেপালের প্রখ্যাত পর্বতারোহী কামি রিতা শেরপা। শনিবার (৭ মে) সন্ধ্যায় তিনি ২৬ বারের মতো বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন। গত বছর তিনি ২৫তম বারের মতো আট হাজার ৮৪৮ দশমিক ৮৬ মিটার উচ্চতার এই শিখর জয় করেন। এবার নিজের রেকর্ড ফের ভেঙে ৫২ বছরের এই নেপালি পর্বতারোহী ইতিহাস গড়লেন।

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে বিপাকে জার্মানি

ইউক্রেনে হামলার পর থেকে রাশিয়ার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমাদেশগুলো। এসব দেশের মধ্যে জার্মানি অন্যতম। তবে দেশটি রাশিয়ার তেল ও গ্যাসের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এমন পরিস্থিতিতে জার্মানির শিল্প উৎপাদন মার্চে প্রত্যাশার চেয়ে অনেক বেশি কমেছে। মূলত ইউক্রেন সংকটকে কেন্দ্র করে দেশটির সরবরাহ ব্যবস্থার অবনতি হয়েছে।

বাড়িতে তৈরি মদপানে ইরানে ১০ জনের মৃত্যু

ইরানে বাড়িতে তৈরি বিষাক্ত মদপান করে ১০ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে দেশটির দক্ষিণাঞ্চলে। হরমোজগান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের মুখপাত্র ফাতেমেহ নওরোজিয়ান বলেন, মৃতদের মধ্যে নয়জন পুরুষ ও একজন নারী রয়েছেন। উপকূলীয় শহর বন্দর আব্বাসের এ ঘটনায় ১৯ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

ভারতে বিপুল অঙ্কের বিনিয়োগ করছে টয়োটা

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা ভারতে বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করতে যাচ্ছে। জানা গেছে, কোম্পানিটি বৈদ্যুতিক গাড়ির উপাদান তৈরি করতে ৪৮ বিলিয়ন রুপি বা ৬২৪ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। জাপানের এ কোম্পানিটি ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে চায়।

সৌদি বাদশাহ হাসপাতালে

সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৭ মে) জেদ্দার একটি হাসপাতালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তিনি ভর্তি হন। সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে বাদশা সালমান বিন আবদুল আজিজকে।

বেইজিংয়ের সাবেক নিরাপত্তা প্রধানই হংকংয়ের পরবর্তী নেতা

বেইজিংপন্থি জন লি এবার গণতন্ত্রকামী হংকংয়ের পরবর্তী প্রধান নির্বাহী নির্বাচিত হয়েছেন। গণতন্ত্রের দাবিতে করা আন্দোলন কঠোরভাবে দমনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন এই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা। নির্বাচন কমিটির রোববারের (৮ মে) ভোটে জন লি পেয়েছেন এক হাজার চারশো ১৬ ভোট। এক হাজার পাঁচশো ভোটের মধ্যে তার বিপক্ষে ভোট পড়েছে মাত্র আটটি। জন লির জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো হংকংয়ের শীর্ষ পদে একজন নিরাপত্তাবিষয়ক কর্মকর্তা স্থান পেলেন।

বিশ্বে করোনায় মৃত্যু নামলো এক হাজারে

বিশ্বে করোনাভাইরাসে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। এই সংখ্যা নেমে এসেছে এক হাজারের ঘরে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন এক হাজার আটজন। একই সময়ে নতুন করে ৪ লাখ ৬ হাজার ৪৭৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। রোববার (৮ মে) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

মিশরে সশস্ত্র হামলায় ১১ সেনা নিহত

সশস্ত্র হামলায় মিশরের সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ ১১ সদস্য নিহত ও পাঁচজন আহত হয়েছেন। সিনাই পেনিনসুলায় সুয়েজ খালের পূর্বে একটি ওয়াটার-লিফটিং স্টেশনে নিরাপত্তা বাহিনী ওপর এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির এক সেনা মুখপাত্র। শনিবার (৭ মে) দেশটির সেনাবাহিনীর ওই মুখপাত্র বিবৃতি দিয়ে বলেন, সিনাই উপত্যকায় সন্ত্রাসীদের রুখতে অভিযান চালানো হচ্ছে। তবে দেশটির সামরিক বাহিনী হামলার সুনির্দিষ্ট জায়গাটি স্পষ্ট করে জানায়নি। উত্তর সিনাইয়ের দুই বাসিন্দা জানিয়েছেন ইসমাইলিয়া প্রদেশের কানতারা শহরে হামলার ঘটনা ঘটেছিল, যা সুয়েজ খাল থেকে পূর্ব দিকে বিস্তৃত।

‘ইউক্রেন যুদ্ধে প্রত্যক্ষভাবে জড়িত যুক্তরাষ্ট্র’

ইউক্রেনের সঙ্গে সমন্বয় করে সামরিক অভিযান চালাচ্ছে ওয়াশিংটন, এমন অভিযোগ তুলে রাশিয়ার শীর্ষ এক আইনপ্রণেতা বলেছেন, এর অর্থ দাঁড়ায় যে রাশিয়ার বিরুদ্ধে প্রত্যক্ষভাবে যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। ব্যাচেস্লাভ ভলোদিন রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার স্পিকার এবং মস্কোর একজন প্রখ্যাত আইনজীবী। ভোলোদিন এক টেলিগ্রাম চ্যানেলে লেখেন যে, ওয়াশিংটন ইউক্রেনের সামরিক অভিযানের সমন্বয় করছে ও রসদ যোগাচ্ছে। ফলে সরাসরি তার দেশের বিরুদ্ধে সামরিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে যুক্তরাষ্ট্র।

এমএসএম/জিকেএস