ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ফিলিপাইনে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:৫৩ পিএম, ০২ মে ২০২২

ফিলিপাইনের একটি জনাকীর্ণ বসতিতে অগ্নিকাণ্ডে ৮ জন নিহত হয়েছে। এর মধ্যে ছয়জনই শিশু দেশটির রাজধানী ম্যানিলার কাছে একটি আবাসিক এলাকায় একসঙ্গে অনেকগুলো ঘরে আগুন লেগে যায়। স্থানীয় কর্মকর্তারা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

স্থানীয় সময় সোমবার (২ মে) ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনে প্রায় ৮০টি ঘর ধ্বংস হয়ে গেছে।

এটি কুইজন সিটিতে ফিলিপাইন বিশ্ববিদ্যালয়ের বিস্তীর্ণ ক্যাম্পাসের ভেতরে একটি জনাকীর্ণ বসতিতে অবস্থিত একটি বাড়ির দ্বিতীয় তলায় প্রথমে আগুন লাগে। এরপর তা আশেপাশের অন্যান্য বাড়ি-ঘরেও ছড়িয়ে পড়ে।

তবে ওই অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা সম্ভব হয়নি। দমকল বাহিনীর শীর্ষ কর্মকর্তা গ্রেগ বিচাইদা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, প্রায় দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তিনি বলেন, আগুন খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। তিনি জানান, অনেকেই এত কম সময়ের ভেতর ঘর থেকে বের হতে পারেননি। তিনি জানিয়েছেন, ছয় শিশু নিহত হয়েছে। তবে তাদের বয়স বা এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ ফিলিপাইন। রাজধানীর প্রতি বর্গ কিলোমিটারে বিপুল সংখ্যক বাসিন্দা বাস করছে। মেট্রো ম্যানিলায় জনসংখ্যা প্রায় এক কোটি ৩০ লাখ। হাজার হাজার মানুষ ঘনবসতিপূর্ণ এলাকায় বাস করে এবং সেখানে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে।

টিটিএন/জেআইএম