ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মিয়ানমারে ভূমিকম্প, কেঁপেছে দেশের পার্বত্যাঞ্চলও

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ০১ মে ২০২২

মিয়ানমারের ফালাম শহরে আঘাত হেনেছে ৪ দশমিক ৯ মাত্রার এক ভূমিকম্প। এর প্রভাব অনুভূত হয়েছে বাংলাদেশের দক্ষিণ-পূর্বের পার্বত্যাঞ্চলেও। বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে আঘাত হানে এ ভূকম্পন।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের মনিওয়া শহর থেকে ১১৫ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে। কেন্দ্রের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার গভীরে।

ইএমএসসি অবশ্য প্রথমে ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ২ বলে জানিয়েছিল। পরে সংশোধন করে ৪ দশমিক ৯ জানানো হয়েছে।

jagonews24

ভূমিকম্পটি মিয়ানমারে চার থেকে পাঁচ সেকেন্ড স্থায়ী হয়েছিল বলে জানা গেছে। এর প্রভাব বাংলাদেশেও অনুভূত হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন অনেকে। প্রতিবেশী ভারতীয় রাজ্য মিজোরামও এতে কেঁপে উঠেছিল বলে জানিয়েছেন বাসিন্দারা।

কেএএ/জিকেএস