ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

তুরস্কে স্কুলে রকেট হামলায় নিহত ১

প্রকাশিত: ০৩:১০ পিএম, ১৮ জানুয়ারি ২০১৬

তুরস্কের দক্ষিণাঞ্চলে একটি স্কুলে রকেট হামলায় একজন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি দেশটির সরকার।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার সকালের দিকে সিরীয় সীমান্তের কাছে কিলিস প্রদেশের একটি স্কুলে রকেট হামলার ঘটনা ঘটেছে। এ সময় বিস্ফোরণে স্কুলের একজন নারীকর্মী নিহত হয়েছেন।

এ ঘটনায় শিক্ষার্থীসহ আরো বেশ কয়েকজন আহত হয়েছে। এদের মধ্যে দুই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। একই সময় স্কুলের সীমানা ঘেঁষে পাশের খোলা মাঠে আরেকটি রকেট বিকট শব্দে বিস্ফোরিত হয়েছে।

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। সিরিয়া সীমান্ত থেকে ওই রকেট হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তদন্ত কর্মকর্তারা। তারা বলছেন, সীমান্ত থেকে ২০ কিলোমিটার দূরে সিরিয়ায় ইসলামিক স্টেটের ঘাঁটি থেকে রকেট ছোড়া হয়েছে।

এসআইএস/পিআর