টানা ১৪ বছর স্কুলে উপস্থিত থাকার বিরল রেকর্ড
চন্দ্রজা গুহ। মাত্র চার বছর বয়সে স্কুলে ভর্তি হয়েছিলেন নার্সারিতে। বর্তমানে ভারতের উত্তর চব্বিশ পরগনার দমদমের একটি বেসরকারি কনভেন্ট স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী। স্কুল কর্তৃপক্ষ বলছে, সুপার-গার্ল খ্যাত এ শিক্ষার্থী স্কুলে গত ১৪ বছরে একদিনও অনুপস্থিত ছিলেন না। স্কুলটির ইতিহাসে এ বিরল রেকর্ড গড়েছেন ওই শিক্ষার্থী।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা গত ১৪ বছর স্কুলে এসেছেন কিন্তু চন্দ্রজাকে দেখেননি এমন হয়নি একদিনও। ৪ বছর বয়সে এই স্কুলে নার্সারিতে ভর্তি হয় চন্দ্রজা। স্কুলের উপস্থিতির তথ্য অনুযায়ী, নার্সারিতে ভর্তি হওয়ার প্রথম বছরেই শতভাগ উপস্থিতি ছিল চন্দ্রজার। এরপর শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো দুর্যোগেও স্কুল কামাই নেই তার।
দ্বাদ্শ শ্রেণির ছাত্রী চন্দ্রজার স্কুলে উপস্থিতির এ রেকর্ডে জেলা শিক্ষা কর্মকর্তারা সংবর্ধনা দিয়েছেন।
চন্দ্রজা জানান, দক্ষিণ দমদম পৌরসভার ২নং ওয়ার্ডের নিচু এলাকায় বাড়ি হওয়ায় সামান্য বৃষ্টিতেই বাড়ির সামনে হাঁটু পানি জমে যায়। প্রতি বছর হাঁটু সমান পানি পেরিয়ে প্রায় দুই কিলোমিটার দূরে স্কুলে যেতে হয় তাকে। আত্মীয়-স্বজনের বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে পরিবারের সদস্যরা অংশ নিলেও যাননি তিনি। স্কুলে উপস্থিত থাকাটা নেশায় পরিণত হওয়া চন্দ্রজাকে টলাতে পারেনি শারীরিক অসুস্থতাও। একাধিক বার প্রচণ্ড জ্বরের মধ্যেও স্কুলে উপস্থিত হন তিনি।
এসআইএস/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার