ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বুর্কিনা ফাসোর হোটেলে বন্দুকধারীদের হামলায় নিহত ২০

প্রকাশিত: ০৩:১৯ এএম, ১৬ জানুয়ারি ২০১৬

পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর রাজধানী ওয়াগাদোগোর একটি হোটেলে বন্দুকধারীদের হামলায় ২০ জন নিহত ও আরো অন্তত ১৫ জন আহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে। হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদা। খবর- বিবিসি, রয়টার্স

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খবরে জানানো হয়, হোটেলটির বাইরের দিকে প্রথমে দু’টি গাড়ি বোমা হামলা চালানো হয়। এর পর পরই তিন থেকে চার জন মুখোশধারী হামলাকারী গুলি ছুড়তে ছুড়তে হোটেলের ভেতরে প্রবেশ করে।
 
স্থানীয় একটি হাসপাতালের পরিচালক রবার্ট সাঙ্গারে জানান, হামলায় অন্তত ২০ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। হামলা শুরুর পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হোটেলটিকে ঘিরে ফেলে।

ফরাসি রাষ্ট্রদূত গিলস থিবাল্ট জানিয়েছেন, জিম্মিদের উদ্ধারে অভিযান চলছে।

আরএস/এমএস

আরও পড়ুন