ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কাশ্মীরে বিয়েবাড়ি থেকে ফেরার পথে ৯ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:২৪ পিএম, ০১ এপ্রিল ২০২২

ভারতের কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে বিয়েবাড়ি থেকে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে অন্তত ৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে কাশ্মীরের পুঞ্চ জেলার বাফলিয়াজ এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই ৬ জন মারা যান। গুরুতর আহত অবস্থায় ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়। গাড়িটির চালকসহ চিকিৎসাধীন অপর ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১ এপ্রিল) ভারতীয় বার্তা সংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ড-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে টাটা সুমো নামের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতেই ঘটে মর্মান্তিত হতাহতের এ ঘটনা।

স্থানীয় পুলিশ বলছে, গাড়ির যাত্রীরা সবাই উপত্যকাটির মুরা নামক একটি গ্রামে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে বাফলিয়াজ এলাকায় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন নিহতদের মরদেহ হস্তান্তর ও আহতদের চিকিৎসায় সব ধরনের সহযোগিতা দিচ্ছে বলে জানা গেছে।

এমকেআর/এএসএম