ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ক্ষমতা হারানোর ঝুঁকিতে ইমরান খান: ডাকলেন জরুরি বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:০১ পিএম, ৩১ মার্চ ২০২২

পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের পর দেশটিতে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। ক্ষমতা হারানোর ঝুঁকিতে পড়েছেন ইমরান খান। এমন পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বিকেলে বৈঠক ডেকেছেন তিনি। দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফাওয়াদ চৌধুরী এক টুইট বার্তায় জানান, বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, পাকিস্তানের নিরাপত্তা ইস্যুতে জাতীয় নিরাপত্তা পরিষদ সর্বোচ্চ ভূমিকা পালন করে। এতে ইমরান খানের সভাপতিত্বে আরও বেশ কিছু মন্ত্রী অংশ নেবেন। তাছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

এর আগে প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে বিদেশি ষড়যন্ত্রের কথা জানিয়ে একটি চিঠি প্রকাশ করেন। অন্যদিকে এ বিষয়ে মন্ত্রীসভার এক বৈঠকও করেন তিনি। তবে তাতে যোগ দেয়নি জোট সরকারের অন্যতম শরীক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান ও বেলুচিস্তান আওয়ামী পার্টি। এসব ঘটনার মধ্যে নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক ডাকলেন ইমরান।

এদিকে ক্ষমতা টিকিয়ে রাখার লড়াইয়ে অনাস্থা ভোটে ক্রমেই পিছিয়ে পড়ছেন ইমরান খান। পার্লামেন্টে ভোট যত এগিয়ে আসছে, ততই ভোটের ব্যবধান বাড়ছে। আজ বৃহস্পতিবার সকালে জিও টিভির এক প্রতিবেদন অনুযায়ী, ১৯৯-১৪২ ভোটে পিছিয়ে পড়েছেন ইমরান।

তবে চূড়ান্ত ফলাফলের জন্য ৩ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিন জাতীয় পরিষদে ভোটাভুটি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এমএসএম/জিকেএস