ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জাকার্তায় হামলা : আইএসের দায় স্বীকার

প্রকাশিত: ১১:৫৬ এএম, ১৪ জানুয়ারি ২০১৬

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বৃহস্পতিবার সকালের দিকে জাকার্তার একটি শপিং মলের বাইরে বোমা হামলা ও গোলাগুলিতে সাতজন নিহত হওয়ার পর এ দায় স্বীকার করা হয়েছে। খবর আলজাজিরার।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সারিনাহ শপিংমলের বাইরে দফায় দফায় অন্তত সাতটি বিস্ফোরণ হয়েছে। এ সময় হামলাকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যদের মধ্যে থেমে থেমে গোলাগুলি চলে।

আলজাজিরা বলছে, এ ঘটনায় পাঁচ হামলাকারীসহ অন্তত সাতজন নিহত হয়েছে। তবে প্রাথমিকভাবে ১৭ জনের প্রাণহানির খবর জানানো হলেও পরে সাতজন নিহত হয়েছে বলে পুলিশ জানায়।

জাকার্তা পুলিশ প্রধান টিটো কারনাভিয়ান বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, নিশ্চিতভাবেই এ হামলায় আইএস জড়িত। তিনি বলেন, ইন্দোনেশিয়ান বংশোদ্ভূত আইএস জঙ্গি নাইম সিরিয়া থেকে এ হামলার পরিকল্পনা করেছেন। তিনি এ হামলার পেছনে জড়িত রয়েছেন।

এর আগে এই কর্মকর্তা ইন্দোনেশিয়ায় আইএসের হামলার আশঙ্কার কথা জানালেও আজকের হামলার সঙ্গে আইএসের জড়িত থাকার বিষয়ে কোনো প্রমাণ পাননি বলে জানান। কিন্তু পরে জাকার্তা হামলায় আইএস জড়িত বলে জানান টিটো কারনাভিয়ান।

এসআইএস/আরআইপি

আরও পড়ুন