ফিলিপাইনে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত
ফিলিপাইনের রাজধানীর কাছে একটি লেকে অবস্থিত আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এসময় সেখান থেকে আকাশের দিকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। ফলে স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতা বাড়িয়ে নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তাল নামের আগ্নেয়গিরি থেকে বিস্ফোরণের পর অগ্ন্যুৎপাত শুরু হয়। এরপর উত্তপ্ত লাভা পানির সঙ্গে মিশতে থাকে। ফিলিপাইন ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি বিভাগ এ তথ্য জানিয়েছে।
ঘটনার পর বিভাগটি ওই এলাকায় সতর্কতার মাত্রা পাঁচের মধ্যে তিন করেছে। মাত্রা পাঁচের মাধ্যমে তীব্র ঝুঁকির ইঙ্গিত দেওয়া হয়। তাল হচ্ছে বিশ্বের ছোট আগ্নেয়গিরিগুলোর মধ্যে অন্যতম।
জানা গেছে, এরই মধ্যে এক হাজার দুইশর বেশি গ্রামবাসীকে দুপুরের আগে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
লরেল মেয়র জোয়ান আমো বলেন, এটিতে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটলেও বর্তমানে স্বাভাবিক অবস্থায় রয়েছে। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে আট হাজার নাগরিক ঝুঁকিতে রয়েছে বলেও জানান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, আগ্নেয়গিরিটি থেকে বিশাল ছাইয়ের স্তূপ নীল আকাশের দিকে উঠছে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তীব্র তাপদাহের মধ্যেই একের পর এক বিস্ফোরণ ঘটছে।
এমএসএম/জেআইএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ২ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৩ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?
- ৪ যেসব অঙ্গরাজ্যে নির্ধারিত হবে ট্রাম্প-হ্যারিসের ভাগ্য
- ৫ যুক্তরাষ্ট্রে সহিংসতার শঙ্কায় বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা