আফগানিস্তানে বিদেশি কনস্যুলেটে হামলা, গোলাগুলি চলছে
আফগানিস্তানের জালালাবাদে ভারত, পাকিস্তান ও ইরানের কনস্যুলেট ভবনের কাছে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আফগান গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণে দুজন নিহত হয়েছে। ভারতীয় মিশনের কাছে এখনো গোলাগুলি চলছে। বুধবার ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর এনডিটিভি ও রয়টার্স।
কর্মকর্তারা বলছেন, বিভিন্ন দেশের কনস্যুলেট ভবনের কাছে আত্মঘাতী হামলা হয়েছে। স্থানীয় টেলিভিশন চ্যানেল ওয়ানটিভিনিউজএএফ বলছে, আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২ জন নিহত ও আরো দুজন আহত হয়েছে। তোলোনিউজ বলছে, বিস্ফোরণের সময় গোলাগুলিও শব্দ পাওয়া গেছে।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেন, আত্মঘাতী হামলার পর পাকিস্তান কনস্যুলেট সিলগালা করে দেয়া হয়েছে। তবে বিস্ফোরণে হতাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ওই কর্মকর্তা।
এসআইএস/পিআর