চীনে ফের বাড়ছে করোনা
চীনে একদিনে তিন হাজার চারশো জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত দুই বছরের মধ্যে একদিনে আক্রান্তের সংখ্যার এটি সর্বোচ্চ রেকর্ড।
সংক্রমণ বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ সাংহাই প্রদেশে স্কুল বন্ধ রেখেছে। উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি শহরকে লকডাউনের আওতায় আনা হয়েছে। স্থানীয়ভাবে সংক্রমণ ছড়িয়েছে দেশটির ১০টির মতো প্রদেশে।
চীনের ন্যাশনাল হেলথ কমিশন রোববার (১৩ মার্চ) জানিয়েছে, দেশটিতে একদিনে করোনা শনাক্ত হয় অন্তত তিন হাজার ৩৯৩ জনের। এটি ২০২০ সালের ফ্রেব্রুয়ারি মাসের পর সর্বোচ্চ।
চীনের হুবেই প্রদেশের উহান শহরে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। সেখান থেকেই আজ গোটা পৃথিবীতে ছড়িয়েছে। যদিও করোনার প্রকৃত উৎস কোথায় তা নিয়ে এখনো সংশয় রয়েছে।
২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। কয়েক বছরে করোনা বারবার ধরন বদলে আবারও সংক্রমণ ঘটিয়েছে। এদিকে, করোনা ঠেকাতে বিশ্বজুড়ে চলছে টিকাদান কর্মসূচি ।
সূত্র: এএফপি
এসএনআর/জেআইএম