ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কুয়েতে দুই ইরানি গুপ্তচরের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০১:২৫ পিএম, ১২ জানুয়ারি ২০১৬

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে কুয়েতের একটি আদালত দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে। এদের একজন কুয়েতি এবং অন্যজন ইরানি নাগরিক। তবে আদালতে রায় ঘোষণার সময় ওই ইরানি নাগরিক উপস্থিত ছিলেন না। খবর বিবিসির।

এ দুজন ছাড়াও একই অপরাধে আরও ২০ জনকে পাঁচ থেকে পঁচিশ বছর মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা সবাই কুয়েতি নাগরিক। শিয়া নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করাকে কেন্দ্র করে সৃষ্ট সৌদি-ইরান বিরোধে সৌদি আরবের পক্ষ নিয়ে তেহরান থেকে তাদের দূতকে প্রত্যাহার করেছে কুয়েত।

এর কয়েকদিন পরে গুপ্তচর বৃত্তির দায়ে সাজা দেয়ার এ ঘটনা ঘটলো। কুয়েতের সরকারি আইনজীবীরা বলছেন, ২৬ জনের একটি সন্ত্রাসী সেল ইরান এবং লেবাননের শিয়া গোষ্ঠী হেযবুল্লার হয়ে কুয়েতের বিরুদ্ধে চক্রান্ত করছিল। তাদের কাছ থেকে বিস্ফোরক, অস্ত্র এবং আড়ি পাতার বিভিন্ন যন্ত্র পাওয়া গেছে বেলে দাবি করা হয়েছে।

এসআইএস