ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিরিয়ার অবরুদ্ধ শহরে পৌঁছেছে জাতিসংঘের ত্রাণ

প্রকাশিত: ০৫:৪১ এএম, ১২ জানুয়ারি ২০১৬

সিরিয়ার অবরুদ্ধ শহর মাদায়ায় খাবার, ওষুধ এবং শীতের কাপড় নিয়ে জাতিসংঘের ত্রাণবাহী গাড়ির একটি বহর পৌঁছেছে। গত বছরের অক্টোবর থেকে সরকারি বাহিনীর অবরোধের মুখে ৪০ হাজার মানুষের ওই শহরে খাদ্য সঙ্কট চরম আকার ধারণ করেছে। খবর বিবিসির।

জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, মাদায়ায় পৌঁছে তারা অপুষ্টিতে ভোগা অভুক্ত শিশুদের দেখতে পেয়েছেন। স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, অনাহারে বিদ্রোহী নিয়ন্ত্রিত শহরটিতে কিছু লোকের প্রাণহানি ঘটেছে। মাদায়া ছাড়াও সিরিয়ার সরকারি বাহিনী নিয়ন্ত্রিত আরো দুটি শহরে জাতিসংঘের ত্রাণ বিতরণ করা হবে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ইদলিব প্রদেশের অবরুদ্ধ ফুয়া ও কাফরায়া শহরে ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। এছাড়া মাদায়া শহরে ৪৯টি ট্রাকের ত্রাণবাহী বহর পৌঁছেছে।

জাতিসংঘ বলছে, সিরিয়ায় ১৫টি স্থানে কমপক্ষে ৪ লাখ মানুষ অবরুদ্ধ অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস বলছে, ক্ষুধায় কাতর হয়ে এক বছরেরও কম বয়সের ৬ শিশুসহ কমপক্ষে ২৮ জনের প্রাণহানি ঘটেছে। আরো শত শত মানুষ পুষ্টিহীনতায় ভুগছেন।

এসআইএস/পিআর